Country Without Snake: উল্লেখ্য, ব্রাজিলকে বলা হয়ে... more
Country Without Snake: উল্লেখ্য, ব্রাজিলকে বলা হয়ে থাকে সাপের দেশ। আর দুনিয়াতে এমনও দেশ রয়েছে যেখানে সাপেদের আনাগোনা একেবারেই নেই। এই দেশের নাম আয়ারল্যান্ড। উত্তর পশ্চিম ইউরোপে অবস্থিত আয়ারল্যান্ড এমন একটি দেশ, যেখানে সাপ নেই।
1/6সাপ নিয়ে আতঙ্কে অনেকেই থাকেন। ঠাণ্ডা সরীসৃপের বিষ মুহূর্তে শেষ করে দেয় বহু প্রাণ। এদেশে কেবল একটি সম্প্রদায়ই রয়েছে যাঁদের দিন গুজরান হয় সাপ ধরে। তবে ভারত থেকে ক্রোশ ক্রোশ দূরে রয়েছে এমনও এক দেশ যেখানে একটিও সাপ নেই। অবাক হচ্ছেন? এই দেশের সাপ কাহিনিতে উঠে আসে সেন্ট প্যাট্রিকের নামও। উঠে আসে আরও নানান কাহিনি। দেখে নেওয়া যাক এমন কোন দেশে নেই সাপ।
2/6কোন দেশে নেই সাপ- উল্লেখ্য, ব্রাজিলকে বলা হয়ে থাকে সাপের দেশ। আর দুনিয়াতে এমনও দেশ রয়েছে যেখানে সাপেদের আনাগোনা একেবারেই নেই। এই দেশের নাম আয়ারল্যান্ড। উত্তর পশ্চিম ইউরোপে অবস্থিত আয়ারল্যান্ড এমন একটি দেশ, যেখানে সাপ নেই।
3/6অবাক কাণ্ড- আয়ারল্যান্ডের জীবাশ্ম সংক্রান্ত সরকারি দফতরের রেকর্ডে এমন কোনও তথ্য নেই যেখান থেকে বলা যায় যে সেদেশে কখনও সাপ ছিল। বিশেষজ্ঞরা বলছেন, শুধু বর্তমান যুগেই নয়, কখনওই আয়ারল্যান্ডে ছিল না সাপ। কিছু মানুষের বিশ্বাস, আয়ারল্যান্ডে এতটাই ঠাণ্ডা পড়ে যে সেখান থেকে সাপ বিলুপ্ত হয়ে গিয়েছে। (প্রতীকী ছবি)
4/6সেন্ট প্যাট্রিক ও আয়ারল্যান্ড- বেশ কিছু পৌরানিক কথা অনুযায়ী উঠে আসে সেন্ট প্যাট্রিকের নাম। বলা হয়, একবার খ্রিস্ট ধর্মকে রক্ষা করতে গিয়ে ৪০ দিন না খেয়ে, সেন্ট প্যাট্রিক একবার আয়ারল্যান্ডের সমস্ত সাপকে ছুঁড়ে ফেলে দেন সমুদ্রে। এরপর থেকে আয়ারল্যান্ডে আর সাপ নেই। এই মতে বিশ্বাস করেন অনেকে।
5/6আসল ঘটনা কী- আয়ারল্যান্ডের ফসিল রেকর্ড অনুযায়ী, আয়ারল্যান্ডে বা ব্রিটেনে কোনও দিনওই সাপ ছিল না। তবে পরবর্তীকালে ব্রিটেনে তিনটি প্রজাতির সাপ পাওয়া যায়। গ্রাস স্নেক, অ্যাডের স্নেক ও স্মুথ স্নেক দেখা যায় সেখানে। বলা হয়, ১০ হাজার বছর আগে যদি হিমবাহ কাটিয়ে ভূখণ্ড তৈরি হয়, তখন দেশ থেকে দেশান্তরে মানুষের সঙ্গে বহু পশুপ্রাণীও যায়। সেই সময় শুকরের কথা আয়ারল্যান্ডে শোনা গিয়েছে। তবে বলা হয়, ১০০ মিলিয়ন বছর আগে আয়ারল্যান্ড নিমজ্জিত ছিল জলে, যখন ইতিহাসে সাপের নানান তথ্য উঠে আসতে শুরু করে। ফলে এই সরীসৃপ সেদেশে তখনও ডেরা বসাতে পারেনি। সম্ভবত, এটি একটি কারণ আয়ারল্যান্ডে সাপ না থাকার।
6/6আর কোন কোন দেশে নেই সাপ- আয়ারল্যান্ড ছাড়াও নিউজিল্যান্ড, গ্রিনল্যান্ড, আন্টারিকায় উত্তর রাশিয়া, কানাডার বিভিন্ন জায়গায় নেই সাপ।