সঙ্গীদের নিয়ে কড়া টক্কর দিতে প্রস্তুত এই তারকারা।
1/11স্টার প্লাসে শীঘ্রই শুরু হতে চলেছে নতুন শো ‘স্মার্ট জোড়ি’। ২৬ ফেব্রুয়ারি ২০২২ থেকে শুরু হবে সম্প্রচার। বলিউডের বেশ কিছু চেনা মুখ এই শোতে অংশ নিতে যাচ্ছেন। হাড্ডাহাড্ডি লড়াই হবে ১০ জুটির মধ্যে। চলুন দেখে নেই স্মার্ট হওয়ার লড়াইয়ে নাম লেখালেন কারা কারা?
2/11‘ম্যায়নে প্যায়ার কিয়া’-খ্যাত অভিনেত্রী ভাগ্যশ্রী এবং তার স্বামী হিমালয় দাসানিকে (Bhagyashree and Himalay Dassani) দেখা যাবে এই শোতে।
3/11কমেডি টাইমিংয়ের জন্য পরিচিত বলরাজ সইয়াল এবং তার স্ত্রী দীপ্তি তুলিকে (Balraj Syal and Deepti Tuli) স্মার্ট জোড়ি-তে কঠিন প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যাবে।
4/11থাকছেন সদ্য বিবাহিত জুটি অঙ্কিতা লোখান্ডে ও ভিকি জৈনও। এমনিতেই তাদের জুটি খুব বিখ্যাত!
5/11রাহুল মহাজন, যাঁকে একাধিক রিয়েলিটি শো-তে দেখা গিয়েছে, তিনিও তার স্ত্রী নাটালিয়া ইলিনার (Rahul Mahajan and Natalya Ilina) সাথে স্মার্ট জোড়িতে অংশ নিতে চলেছেন।
6/11‘গুম হ্যায় কিসিকে পেয়ার মে’ অভিনেতা নীল ভাট এবং ঐশ্বর্য শর্মাও বাকি স্মার্ট দম্পতিদের একটি কঠিন প্রতিযোগিতা দিতে প্রস্তুত। এমনিতেই তাঁদের নিয়ে চ্যআনেলের তরফে শোর করা প্রোমো ভাইরাল হয়েছে, যেখানে দেখানো হয়েছএ ট্রোলাররা নীলের বউয়ের মৃত্যু কামনা পর্যন্ত করেছিলেন!
7/11ফিল্ম ইন্ডাস্ট্রির বিখ্যাত গায়ক এবং সঙ্গীত পরিচালক অঙ্কিত তিওয়ারিও এই শোতে অংশ নেবেন। এই শোতে তাকে তারঁ স্ত্রী পল্লবী শুক্লার (Ankit Tiwari and Pallavi Shukla) সাথে দেখা যাবে।
8/11থাকছেন টিনসেল টাউনের প্রিয় জুটি অর্জুন বিজলানি আর নেহা স্বামীও। কিছুদিন আগেই ‘খতরো কে খিলাড়ি’ জিতেছেন অর্জুন। এই শো-র ট্রফিও না তাঁরই হাতে ওঠে!
9/11বাংলার মেয়ে, ভোজপুরি অভিনেত্রী মোনালিসাও থাকছেন এই শো-তে স্বামী বিক্রান্ত সিং রাজপুতের সাথে। প্রসঙ্গত, এর আগে তাঁদের ‘বিগ বস’-এ একসাথে দেখা গিয়েছে।
10/11বিখ্যাত ইউটিউবার গৌরব তানেজা এবং তার স্ত্রী রিতু রাঠিও (Gaurav Taneja and Ritu Rathee) এই শোতে অংশ নেবেন। দুট জনেই খুব জনপ্রিয় সোশ্যাল মিডিয়ায়।
11/11ক্রিকেট বিশ্বের সুপরিচিত নাম, কৃষ্ণমাচারী শ্রীকান্ত এবং তাঁর বেটার হাফ বিদ্যা শ্রীকান্তও (Kris Srikkanth and Vidhya Srikkanth) শো রকিং করার জন্য প্রস্তুত।