বলিউডের বেশ কিছু নামজাদা অভিনেতাদের এখন কেরিয়ারে শনির দশা। দেখুন কার কার নাম রয়েছে সেই তালিকায়।
1/8বলিউডে বর্তমানে এমন কিছু তারকা আছেন যাঁদের ছবি চলছে না বেশ কয়েকবছর ধরে। আর এভাবেই চলতে থাকলে বড় ক্ষতি হবে কেরিয়ারের। এই তালিকায় রণবীর কাপুর, শাহরুখ খান তো রয়েছেনই। সঙ্গে রয়েছেন আরও কিছু তারকা। চলুন দেখে নেই এই মুহূর্তে কারা ফ্লপের তকমা কপালে সাঁটিয়ে ঘুরছেন।
2/8শাহরুখের শেষ হিট কবে তা বলা মুশকিল। পরপর সিনেমা ব্যর্থ হয়েছে। জিরো, যব হ্যারি মেট সেজল, রইস ফ্লপ। তাই শাহরুখকে এবার হিট দিতেই হবে। তিনটে ছবির কাজ হাতে রয়েছে কিং খানের এই মুহূর্তে পাঠান, জাওয়ান, ডানকি। কোনটা আগে আসবে সিনেমাহলে আর দর্শক তা কতটা পছন্দ করবে এখন সেটাই দেখার।
3/8২০১৮ সালে সঞ্জুতে দেখা গিয়েছিল রণবীর কাপুরে। এরপর ৪ বছর পর এল যশরাজ প্রোডাকশনের তরফে শামশেরা। তবে এই ছবি শুরুতেই মুখ থুবরে পড়েছে। টিকিট বিক্রি হচ্ছে না বললেই চলে। এখন কাপুর-নন্দনের বড় ভরসা ‘ব্রহ্মাস্ত্র’।
4/8'বাহুবলী' খ্যাত প্রভাসের শেষ কয়েকটি ছবি বিপর্যয় প্রমাণ হয়েছে। এর মধ্যে রয়েছে 'সাহো' আর 'রাধে শ্যাম'। যাই হোক, এটি প্রভাসের স্টারডমে খুব বেশি পার্থক্য করতে দেখা যায়নি। বর্তমানে তাঁর হাতে রয়েছে 'আদিপুরুষ', 'সালার', 'প্রজেক্ট কে' এবং 'স্পিরিট'। (ছবি-টুইটার)
5/8শীঘ্রই মুক্তি পেতে চলেছে জন আব্রাহামের ছবি 'এক ভিলেন রিটার্নস'। জনের ফিল্মোগ্রাফির দিকে তাকালে দেখা যায়, তার চারটি ছবি 'পাগলপান্তি', 'মুম্বাই সাগা', 'সত্যমেব জয়তে 2' এবং 'অ্যাটাক' ফ্লপ হয়েছে। তাই জনকেও খুব জলদি একটা হিট দিতে হবে দর্শকদের। (ছবি সৌজন্যে - পিটিআই)
6/8'এক ভিলেন রিটার্নস'-এ দেখা যাবে অর্জুন কাপুরকে। এর আগে তাঁর তিনটি ছবি 'ভূত পুলিশ', 'সর্দার কা গ্র্যান্ডসন', 'পানিপথ' ফ্লপ হয়েছিল।
7/8তাপসী পান্নুর কেরিয়ারে ফ্লপের সংখ্যাই বেশি। স্পোর্টস বায়োপিক ‘সাবাশ মিঠু’ও কামাল করতে পারেনি। তবে তিনি আছেন শাহরুখের সঙ্গে ‘ডানকি’-তে। সেটা হিট হলে তাপসীর কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেবে।