বচ্চন পাণ্ডে থেকে কিক, বক্স অফিসে একাধিক দক্ষিণী ছবির রিমেক এই বলিউড ছবিগুলি সুপার ফ্লপ।
1/8দক্ষিণী ছবির রিমেক বলিউডে এখন বেশ প্রচলিত হয়ে উঠেছে। বলিউড ছবির রিমেকও তৈরি হয় দক্ষিণে। অনেক সময় রিমেক ছবি হিট এবং ফ্লপও হয়। যখন পরিচালকরা দক্ষিণের রিমেক ফিল্মগুলি ডাবল বাজেটে তৈরি করেন এবং সেগুলি বক্স অফিসে বিধ্বস্ত হয়, সেইটা বেশ অবাক করার মতোই। রইল সেই ছবিগুলির তালিকা-
2/8অক্ষয় কুমার অভিনীত বহু প্রতিক্ষীত ছবি ‘বচ্চন পাণ্ডে’। সাউথের ‘জিগারথান্দার’-এর হিন্দি রিমেক এই ছবি। জিগারথান্দার বাজেট ছিল ৫০ কোটি, ‘বচ্চন পাণ্ডে’ ১৮০ কোটির বাজেটে তৈরি হয়েছিল। এর পরেও বক্স অফিসে তেমন লক্ষ্মীলাভ করতে পারেনি এই ছবি।
3/8অক্ষয় কুমারের ‘লক্ষ্মী’ ছবির বাজেটও কম ছিল না। বলিউডের এই ছবির বাজেট ছিল ৫০ কোটি যেখানে দক্ষিণের ছবি কাঞ্চনার বাজেট ছিল মাত্র ৭ কোটি টাকা। কাঞ্চনা হিট হলেও এর হিন্দি রিমেক ফ্লপ।
4/8সলমন খান অভিনীত 'কিক' এর আগে দক্ষিণে একই নামে তৈরি হয়েছিল, এটি ছিল এর হিন্দি রিমেক। সলমন খানের কিক তৈরি হয়েছিল ১৪০ কোটি টাকায়, যেখানে দক্ষিণের ছবি কিকের বাজেট ছিল মাত্র ১৮ কোটি টাকা।
5/8সলমন খান অভিনীত ‘জয় হো’ ছিল দক্ষিণের ছবি স্ট্যালিনের হিন্দি রিমেক। জয় হো ছবির বাজেট ছিল ৬৫ কোটি এবং এটির বক্স অফিসে ধস নেমেছিল। তাই একই সময়ে সাউথ ফিল্ম স্ট্যালিনের বাজেট ছিল মাত্র ১৬ কোটি, যা সুপারহিট হয়।
6/8শাহিদ কাপুর অভিনীত ‘জার্সি’ও বক্স অফিসে ভালো ব্যবসা করতে পারেনি। একই নামে দক্ষিণের ছবির হিন্দি রিমেক এই ছবি। শাহিদের ছবিটি ৩৫ কোটি টাকায় এবং দক্ষিণে ১৮ কোটি টাকায় তৈরি হয়েছিল। শাহিদ কাপুর অভিনীত ‘জার্সি’ বক্স অফিসে ফ্লপ ছিল।
7/8অর্জুন কাপুর অভিনীত ছবি ‘তেভার’ ছিল তেলুগু ছবি ‘ওকানু’-এর হিন্দি রিমেক। ‘তেভার’ ছবির বাজেট ছিল ৩৫ কোটি টাকা। একেবারে দর্শকের মনে ধরেনি এই ছবি। মহেশ বাবু অভিনীত ওকানু ছবির বাজেট ছিল মাত্র 8 কোটি টাকা, সেই ছবি দারুণ হিট হয়েছে।
8/8সঞ্জয় দত্ত অভিনীত ছবি ‘পুলিশগিরি’ও ছিল দক্ষিণের ছবি ‘সামি’র হিন্দি রিমেক। পুলিশগিরি-র বাজেট ছিল ৩০ কোটি টাকা। মাত্র ১৪ কোটির বাজেটে তৈরি হয়েছিল ‘সামি’। বলিউড ছবিটি ছিল সুপার ফ্লপ।