কিছুক্ষণ পরেই এপ্রিল শেষ হয়ে যাবে। পড়বে মে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আগামী মাসে একাধিক গ্রহ রাশি পরিবর্তন করবেন। সেই তালিকায় আছেন বুধ, সূর্য, শুক্র, মঙ্গলের মতো গ্রহ। বুধ তো আবার আগামী মাসে অস্ত যাবেন। তার ফলে আগামী মাসে কোন কোন রাশির জাতকরা লাভবান হবেন, তা দেখে নিন -
1/6বৃষ রাশি- চাকরির দিক থেকে আগামী মাস আপনার জন্য শুভ হবে। এই সময় নিজের পরিশ্রমের ফল পাবেন। আয় বাড়বে। পড়ুয়ারা শুভ খবর পেতে পারেন। বিবাহিত জীবন সুখকর হবে। আর্থিক অবস্থা মজবুত হবে। (ছবিটি প্রতীকী)
2/6মিথুন রাশি- মিথুন রাশির জাতকদের মে মাসটা দারুণ কাটবে। কর্মক্ষেত্রে আপনার উন্নতির প্রবল যোগ তৈরি হবে। যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের জন্য সময় ভালো কাটবে। পারিবাবিক জীবন আনন্দে ভরপুর থাকবে। আর্থিক অবস্থা ভালো হবে। (ছবিটি প্রতীকী)
3/6সিংহ রাশি- আগামী মাসে শুভ ফল লাভ করবেন সিংহ রাশির জাতকরা। প্রেমজীবন এবং কেরিয়ারে আপনি সাফল্য লাভ করবেন। পরিশ্রমের উপযুক্ত ফল লাভ করবেন। স্বাস্থ্যের দিক থেকে এই সময়টা আপনার ভালো কাটবে। আর্থিক অবস্থা আগের থেকে ভালো হবে। (ছবিটি প্রতীকী)
4/6কন্যা রাশি- যে কন্যা রাশির জাতকরা চাকরি করেন, তাঁরা লাভের সুযোগ পেতে পারেন। ব্যবসার ক্ষেত্রে লাভবান হবেন। পরিশ্রমের ফল পাবেন। আর্থিক অবস্থার উন্নতি হবে। (ছবিটি প্রতীকী)
5/6বৃশ্চিক রাশি- বৃশ্চিক রাশির জাতকরা আর্থিক জীবনে সাফল্য লাভ করবেন। পরিশ্রমের উপযুক্ত ফল পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভালো হবে। আর্থিক সমস্যা থেকে মুক্তি লাভ করবেন। ধারদেনা থেকে রেহাই পাবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
6/6বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে যে সব কথা বলা হয়েছে, তা পুরোপুরি সঠিক হবে, এমন দাবি করছে না হিন্দুস্তান টাইমস বাংলা। পুরোটাই জ্যোতিষীদের বক্তব্য তুলে ধরা হয়েছে।