Third Vande Bharat of Bengal Trial Run: বাংলার দ্বিতীয় বন্দে ভারত চালুর পরদিনই ট্রায়াল রান হল তৃতীয় রুটে, জানুন বিশদ
Updated: 21 May 2023, 01:07 PM ISTউদ্বোধন হয়েছিল ১৮ মে। তবে ২০ মে থেকে বাণিজ্যিক ভাবে চালু হয়েছে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস। এর একদিন পরই আজ, ২১ মে ট্রায়াল রানে ছুটল বাংলার তৃতীয় বন্দে ভারত। আজ এনজেপি থেকে ভোরে শুরু হয় বাংলার তৃতীয় এবং উত্তরপূর্ব ভারতের প্রথম বন্দে ভারতের ট্রায়াল রান।
সম্ভাব্য সূচি অনুযায়ী, দুটি প্রান্তিক স্টেশন ছাড়াও যাত্রাপথে মোট চারটি স্টেশনে দাঁড়াবে বন্দে ভারত এক্সপ্রেস। নিউ কোচবিহার, কোকরাঝাড়, নিউ বঙ্গাইগাঁও এবং কামাখ্যা জংশনে দাঁড়াতে পারে এনজেপি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস। সম্ভাব্য সূচি অনুযায়ী, এনজেপি থেকে ছেড়ে যাওয়ার পর সকাল ৭ টা ৫৬ মিনিটে নিউ আলিপুরদুয়ারে পৌঁছাবে বন্দে ভারত এক্সপ্রেস। সকাল ৮টা ৫০ মিনিচে কোকরাঝাড় পৌঁছাবে। নিউ বঙ্গাইগাঁওয়ে স্টেশনে পৌঁছাবে সকাল ৯ টা ৩৬ মিনিটে। তারপর সকাল ১১ টা ৪৫ মিনিটে কামাখ্যা জংশনে পৌঁছাবে ট্রেনটি।