উদ্বোধন হয়েছিল ১৮ মে। তবে ২০ মে থেকে বাণিজ্যিক ভাবে চালু হয়েছে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস। এর একদিন পরই আজ, ২১ মে ট্রায়াল রানে ছুটল বাংলার তৃতীয় বন্দে ভারত। আজ এনজেপি থেকে ভোরে শুরু হয় বাংলার তৃতীয় এবং উত্তরপূর্ব ভারতের প্রথম বন্দে ভারতের ট্রায়াল রান।
1/4এর আগে মনে করা হয়েছিল, বিহু এবং বাংলা নববর্ষের আগে ১৪ এপ্রিল এনজেপি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে শেষ পর্যন্ত সেই ট্রেন চালু হয়নি। জানা যায়, বিগত বেশ কয়েক মাস আগে এনজেপি স্টেশনে দু’টি নতুন প্ল্যাটফর্ম তৈরির কাজ শুরু হয়। সেই কাজ সম্পন্ন না হওয়ার জেরেই নতুন বন্দে ভারত চালু সম্ভব হয়নি বলে মনে করছেন অনেকেই। যদিও রেলের তরফে এই নিয়ে কিছু বলা হয়নি। (Shamim Qureshy)
2/4জানা গিয়েছে, আজ সকাল ৬টা ১০ মিনিট নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা হয় বন্দে ভারত এক্সপ্রেস। সকাল ৬টা ৫১ মিনিট নাগাদ এটি ধূপগুড়ি স্টেশন পার করে কোচবিহারে পৌঁছয়। এনজেপি থেকে কোচবিহার পৌঁছতে এই ট্রেনের লাগে ৪১ মিনিট। তবে বাণিজ্যিক পরিষেবা চালু হলে কোচবিহারে ট্রেনটি দাঁড়াবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। কারণ এখনও পর্যন্ত ইন্ডিয়া রেল ইনফো-তে এর কোনও ইঙ্গিত দেওয়া হয়নি। (Shamim Qureshy)
3/4
সম্ভাব্য সূচি অনুযায়ী, দুটি প্রান্তিক স্টেশন ছাড়াও যাত্রাপথে মোট চারটি স্টেশনে দাঁড়াবে বন্দে ভারত এক্সপ্রেস। নিউ কোচবিহার, কোকরাঝাড়, নিউ বঙ্গাইগাঁও এবং কামাখ্যা জংশনে দাঁড়াতে পারে এনজেপি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস। সম্ভাব্য সূচি অনুযায়ী, এনজেপি থেকে ছেড়ে যাওয়ার পর সকাল ৭ টা ৫৬ মিনিটে নিউ আলিপুরদুয়ারে পৌঁছাবে বন্দে ভারত এক্সপ্রেস। সকাল ৮টা ৫০ মিনিচে কোকরাঝাড় পৌঁছাবে। নিউ বঙ্গাইগাঁওয়ে স্টেশনে পৌঁছাবে সকাল ৯ টা ৩৬ মিনিটে। তারপর সকাল ১১ টা ৪৫ মিনিটে কামাখ্যা জংশনে পৌঁছাবে ট্রেনটি।
(Shamim Qureshy)
4/4এদিকে ফিরতি পথে বিকেল ৪টে ৪২ মিনিটে কামাখ্যা জংশনে পৌঁছাবে ট্রেনটি। নিউ বঙ্গাইগাঁওয়ে বন্দে ভারত এক্সপ্রেস ঢুকবে সন্ধ্যা ৬টা ৪৮ মিনিট। এরপর সন্ধ্যা ৭ট১ ১১ মিনিটে কোকরাঝাড়ে পৌঁছাবে ট্রেনটি। সন্ধ্যা ৮টা ৬ মিনিটে বন্দে ভারত এক্সপ্রেস পৌঁছাবে নিউ আলিপুরদুয়ারে। সব স্টেশনেই দুই মিনিট করে দাঁড়াবে বন্দে ভারত ট্রেনটি। (Shamim Qureshy)