Multibagger Stock:শেয়ার বাজারে বিনিয়োগ আছে? তাহলে এই মাল্টিব্যাগার স্টকের বিষয়ে জানেন? কারণ চলতি বছরেই বিনিয়োগকারীদের প্রায় ৫৭২ শতাংশ রিটার্ন দিয়েছে এই মাল্টিব্যাগার স্টক। সেইসঙ্গে ঘোষণা করেছে বোনাস শেয়ারের। দেখে নিন পুরো বিষয়টা -
1/5চলতি বছরে এখনও পর্যন্ত প্রায় ৫৭৯ শতাংশ রিটার্ন দিয়েছে। এবার ১৫:১০ বোনাস শেয়ারে অনুমোদন দিল সেই মাল্টিব্যাগার স্টক নায়সা সিকিউরিটিজ লিমিটেড (Naysaa Securities Limited)। গত বুধবার (২৩ নভেম্বর) সংস্থার বোর্ড মিটিংয়ে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে সংস্থা আর্থিক পরিষেবা ক্ষেত্রে স্বল্প মূলধনী ব্যবসা করে থাকে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
2/5স্টক এক্সচেঞ্জ ফাইলিংয়ে নায়সা সিকিউরিটিজ লিমিটেডের তরফে জানানো হয়েছে, ২০১৫ সালের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (লিস্টিং অবলিগেশন অ্যান্ড ডিসক্লোজার রিকোয়ারমেন্ট) রেগুলেশনের ৩০ নম্বর নিয়ম মোতাবেক ১৫:১০ বোনাস শেয়ারের অনুমোদন দিয়েছে আর্থিক পরিষেবা ক্ষেত্রের সংস্থা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
3/5গত ২২ নভেম্বর Naysaa Securities Limited-র প্রতিটি শেয়ারের দাম ছিল ১৭৬.৪৫ টাকা। যা ২১ নভেম্বরের থেকে ৯.৯৭ শতাংশ বেশি ছিল। ২১ নভেম্বর বাজার বন্ধের সময় Naysaa Securities Limited-র প্রতিটি শেয়ারের দাম ছিল ১৬০.৪৫ টাকা (২৫ নভেম্বর বাজার বন্ধের সময় ছিল ১৭৫ টাকা, তবে ২২ নভেম্বর ধরে হিসাব করা হচ্ছে)। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/5২০১৪ সালের ২৬ সেপ্টেম্বর Naysaa Securities Limited-র প্রতিটি শেয়ারের দাম ছিল ১৪.৫১ টাকা। অর্থাৎ তখন থেকে চলতি বছরের ২২ নভেম্বর পর্যন্ত ১,১০৬.৬ শতাংশ উত্থানের সাক্ষী থেকেছে Naysaa Securities Limited-র শেয়ার। যা ২০১৭ সালের ২৪ নভেম্বর ওই সংস্থার প্রতিটি শেয়ারের দাম ছিল ৩৬.৬৪ শতাংশ। শেষ পাঁচ বছরে ৩৮১.৫৮ শতাংশ রিটার্ন দিয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
5/5গত বছর ২৪ নভেম্বর Naysaa Securities Limited-র প্রতিটি শেয়ারের দাম ছিল ২৬.৯৫ টাকা। অর্থাৎ এক বছরে ৫৫৪.৭৩ শতাংশ রিটার্ন দিয়েছে নায়সা সিকিউরিটিজ লিমিটেডের শেয়ার। সেখান চলতি বছরের শুরুতে Naysaa Securities Limited-র প্রতিটি শেয়ারের দাম ছিল ২৫.৯৯ টাকা। অর্থাৎ চলতি বছরে ৫৭৮.৯১ শতাংশ রিটার্ন দিয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)