দেশের অধিকাংশ রাজ্যেই মদ্যপানের আইনি বয়স ২১ বছর। অনেক রাজ্যে তা আবার ২৫ বছর। গুজরাট, বিহারের মতো রাজ্যে তো মদ খাওয়াই নিষিদ্ধ। এরই মাঝে এবার দেশের একটি রাজ্য মদ খাওয়ার আইনি বয়স ২১ বছর থেকে কমিয়ে ১৮ বছর করার কথা ভাবছে। এই নিয়ে সাধারণ জনগণের মতামতও নিতে চেয়েছে সরকার।
1/5জানা গিয়েছে, বিজেপি শাসিত রাজ্য কর্ণাটকে সরকার মদ খাওয়ার আইনি বয়স ২১ বছর থেকে ১৮ বছর করার কথা ভাবছে। সেই রাজ্যের অর্থ বিভাগ গত ৯ জানুয়ারি মদ খাওয়ার আইনি বয়স পরিবর্তন সংক্রান্ত একটি খসড়া প্রকাশ করে। ৩০ দিনের মধ্যে জনগণের কাছ থেকে এই পরিবর্তনের প্রেক্ষিতে আপত্তি বা মতামত জানানোর জন্য আহ্বান জানানো হয়েছে। (HT_PRINT)
2/5অবসরপ্রাপ্ত আমলা ভি যশবন্তের অধীনে গঠিত একটি কমিটি মদ খাওয়ার আইনি বয়স কমানোর প্রেক্ষিকে প্রস্তাব দিয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখযোগ্যভাবে, কর্ণাটকের আবগারি নিয়ম কিছুটা অস্পষ্ট। কর্ণাটক আবগারি আইন ১৯৬৫ অনুসারে, কর্ণাটকে ন্যূনতম মদ্যপানের বয়স ১৮ বছর। তবে কর্ণাটক আবগারি লাইসেন্স (সাধারণ শর্ত) ১৯৬৭-এর নিয়ম অনুসারে সেরাজ্যে মদ্যপানের আইনি বয়স ২১ বছর। (HT_PRINT)
3/5বর্তমান প্রস্তাব অনুযায়ী, কর্ণাটক আবগারি লাইসেন্স (সাধারণ শর্ত) ১৯৬৭-এর ১০ নং ধারা সংশোধন করে মদ্যপানের আইনি বয়স ২১ বছর থেকে কমিয়ে ১৮ বছর করা। ভি যশবন্তের অধীনে গঠিত একটি কমিটির যুক্তি, 'একজন ব্যক্তি যদি ১৮ বছর বয়সে ভোট দিতে পারে, তাহলে মদ কেন খেতে পারবে না?' (HT_PRINT)
4/5২০২৩ অর্থবর্ষের জন্য কর্ণাটক সরকারের আবগারি রাজস্ব আদায়ের লক্ষ্য হল ২৯,০০০ কোটি টাকা। যদিও, বড়দিন এবং নববর্ষের সময় আবগারি রাজস্ব ১০.৬৩ শতাংশ হ্রাস পেয়েছে। ২০২১ সালের তুলনায় ২০২২-এর শেষ লগ্নে মদের বিক্রি ১৪.৮৬ শতাংশ বৃদ্ধি পেলেও রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে সরকার। (HT_PRINT)
5/5গত বছর ডিসেম্বরের শেষ সপ্তাহে মোট ১৫ লক্ষ কার্টন বিয়ার বিক্রি হয়েছিল কর্ণাটকে। গতবছর এই সংখ্যাটা ছিল ১১ লক্ষ কার্টন। গত বছর মোট ১৯ লক্ষ কার্টন ভারতে তৈরি মদ বিক্রি হয়েছিল সেই রাজ্যে। তবে এবার ২৬ লক্ষ কার্টন ভারতে তৈরি মদ বিক্রি হয়েছে কর্ণাটকে। গবছরের তুলনায় যা ৬.১৭ শতাংশ বেশি। (HT_PRINT)