দেবগুরু বৃহস্পতির বক্রী অবস্থার জেরে কোনও কোনও রাশ... more
দেবগুরু বৃহস্পতির বক্রী অবস্থার জেরে কোনও কোনও রাশির ওপর শুভ কোনও কোনও রাশির ওপর অশুভ প্রভাব পড়েছে। ২৯ জুলাই থেকে কোন ৩ রাশির ওপর এই বৃহস্পতির কী প্রভাব থাকবে দেখে নেওয়া যাক। জ্যোতিষ মতে এই ৩ রাশিতে থাকতে হবে সতর্ক।
1/5জ্যোতিষশাস্ত্র মতে দেবগুরু বৃহস্পতি আসন্ন সময়ে বক্রী হতে চলেছেন। আর তার ফলেই একাধিক রাশিতে তার প্রভাব পড়তে পারে। মূলত দেবগুরু বৃহস্পতির বক্রী অবস্থার চালে ১২ রাশিতেই কম বেশি প্রভাব পড়তে পারে। তবে ৩ টি রাশিতে সবচেয়ে বেশি প্রভাব পড়বে বলে জানা যাচ্ছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
2/5দেবগুরু বৃহস্পতির বক্রী অবস্থার জেরে কোনও কোনও রাশির ওপর শুভ কোনও কোনও রাশির ওপর অশুভ প্রভাব পড়েছে। ২৯ জুলাই থেকে কোন ৩ রাশির ওপর এই বৃহস্পতির কী প্রভাব থাকবে দেখে নেওয়া যাক। জ্যোতিষ মতে এই ৩ রাশিতে থাকতে হবে সতর্ক।
3/5সিংহ-সিংহের স্বামী গ্রহ হল সূর্য। জ্যোতিষ মতে এই সময়কালে সিংহ রাশির জাতক জাতিকাদের বেশ খানিকটা সতর্ক থাকতে হবে। আর্থিক দিক থেকেও রয়েছে বেশ খানিকটা আশঙ্কার দিক। চাকরির জায়গায় সংকট দেখা দিতে পারে।
4/5তুলা-২৯ জুলাইয়ের পরের সময়কাল সেভাবে লাভ হবে না তুলা রাশির জাতক জাতিকাদের জন্য। নিজের শত্রুদের থেকে সতর্ক থাকতে হবে। নিজের ব্যক্তিগত কথা সকলের সঙ্গে শেয়ার করতে যাবেন না। বিপদে পড়তে পারেন। অযথা খরচা হতে পারে।
5/5মকর-মকর রাশির স্বামীগ্রহ শনিদেব। গুরুগ্রহের উল্টো চালে মকর রাশিতে উল্টো প্রভাব পড়তে পারে। ব্যবসায়িক মামলা নিয়ে সতর্ক থাকতে হবে। মান সম্মান নিয়ে সমস্যা হতে পারে। কোনও সিদ্ধান্ত তাড়াহুড়োতে নেবেন না।