আজ (১৪ এপ্রিল) রাশি পরিবর্তন গ্রহের রাজা সূর্যের। প্রবেশ করবেন মেষ রাশিতে। তার ফলে কয়েকটি রাশির জাতকরা অত্যন্ত লাভবান হবেন। সেই তালিকায় কারা আছেন, তা দেখে নিন -
1/4থাকছে গ্রহের রাজার আশীর্বাদ, আজ থেকে ভাগ্য পালটে যাচ্ছে এই ৩ রাশির জাতকদের। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
2/4মিথুন- মিথুন রাশির জাতকদের আয় বাড়বে। লাভের মুখ দেখবেন মিথুন রাশির জাতকরা। আর্থিক অবস্থা ভালো হবে। ব্যবসায়ীদের হাতে আচমকা অর্থ আসবে। এই সময় যে কাজই করবেন, তাতে সাফল্য লাভ করবেন। মিথুন রাশির অধিপতি হলেন বুধদেব। বুধ এবং সূর্যের মধ্যে মিত্রতা আছে। তাই মিথুন রাশির জাতকদের জন্য সূর্যের গোচর লাভজনক হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
3/4কর্কট- এই সময় কর্কট রাশির জাতকরা চাকরির প্রস্তাব পেতে পারেন। যে কর্কট রাশির জাতকরা চাকরি করেন, তাঁদের উন্নতি হবে। সূর্যের প্রভাবে কার্যশৈলীতে উন্নতি হতে পারে। ব্যবসায়ীদের হাতে অর্থ আসতে পারে। গাড়ি বা সম্পত্তি কিনতে পারেন। কর্কট রাশির অধিপতি হলেন চন্দ্র। সূর্য এবং চন্দ্রের মধ্যে মিত্রতা আছে। সেজন্য কর্কট রাশির জাতকদের জন্য সূর্যের গোচর শুভ হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে মিন্ট)
4/4মীন- এই সময় মীন রাশির জাতকদের হাতে আচমকা টাকা আসবে। এই সময় আপনার আর্থিক অবস্থা মজবুত হবে। নয়া চাকরির প্রস্তাব লাভ পেতে পারেন। চাকরিতে বদলি হতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)