গতকাল বিকেল ৫টা নাগাদ আচমকাই রাজ্যের জেলায় জেলায় নেমে এসেছিল কালো অন্ধকার। প্রবল ঝড়ে তছনছ হয়ে গিয়েছিল বহু এলাকা। এরপর শুরু হয়েছিল বৃষ্টি। আজও আর কিছুক্ষণের মধ্যে রাজ্যের জেলায় জেলায় ঝড়বৃষ্টি শুরু হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এর জন্য জারি করা হয়েছে কমবা সতর্কতা।
1/5গতকালকের মতো আজও বিকেল নাগাদ বৃষ্টি এবং ঝড় হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। আজও ঝোড়ো হাওয়ার বেগ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি হতে পারে। এই আবহে বুধবারও দক্ষিণবঙ্গের সব জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। (AFP)
2/5আজ কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে দিনের বেলাতে আকাশ আংশিক মেঘলা ছিল। মাঝে মাঝে সূর্য উঁকি দিলেও রোদের তেজ সেরকম ছিল না। আজ বিকেল বা সন্ধ্যা নাগাদ তুমুল ঝড়বৃষ্টি হতে পারে শহরে। এর জেরে শহরে জারি করা হয়েছে কমলা সতর্কতা। আজ শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৬ ডিগ্রি এবং ২৫ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে। কলকাতায় তুমুল ঝড়ের পাশাপাশি শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। (AFP)
3/5এদিকে উত্তরবঙ্গের সব জেলাতে আজও ঝড়বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। সঙ্গে উত্তরের সব জেলাতেই ৪০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝড় বইতে পারে। সঙ্গে হবে শিলাবৃষ্টি। এর জেরে উত্তরবঙ্গের আট জেলা - দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে জারি করা হয়েছে কমলা সতর্কতা। আগামী কয়েকদিন এই বৃষ্টি জারি থাকবে। (AFP)
4/5এদিকে বৃহস্পতি থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে জারি থাকবে মাঝারি বৃষ্টি। এর মধ্যে বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রায় ৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইবে। বৃহস্পতিতে দক্ষিণ সব জেলাতেই জারি কমলা সতর্কতা। এরপর শনিবারও ঝোড়ো হাওয়া বইবে রাজ্যের জেলায় জেলা। শুক্র ও শনি জারি করা হয়েছে হলুদ সতর্কতা। রবিবারও বৃষ্টি জারি থাকবে রাজ্যে। (AFP)
5/5বৃহস্পতি থেকে রবিবার পর্যন্ত কলকাতায় জারি থাকবে মাঝারি বৃষ্টি। এর মধ্যে বৃহস্পতি ও শুক্রবার প্রায় ৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইবে। বৃহস্পতিতে কলকাতার কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। এরপর শনিবারও ঝোড়ো হাওয়া বইবে শহরে। রবিবার ঝড়ের বেগ কিছুটা কমে ৩০ থেকে ৪০ কিমি হবে। (AFP)