বাংলা নিউজ > ছবিঘর > Thunderstorm Possibility in Kolkata: বুধবার কলকাতার কোথাও কোথাও হতে পারে বজ্রপাত, বৃষ্টি হবে তিলোত্তমায়?

Thunderstorm Possibility in Kolkata: বুধবার কলকাতার কোথাও কোথাও হতে পারে বজ্রপাত, বৃষ্টি হবে তিলোত্তমায়?

খটখটে রোদ। সকাল থেকেই অস্বস্তিকর গরম। বিকেলের পরও গরম কমার কোনও ইঙ্গিত নেই। কলকাতায় আজ পারদ চড়েছে স্বাভাবিকের ওপরে। এদিকে আজ তিলোত্তমার কোথাও কোনও বৃষ্টির পূর্বাভাস নেই। আগামী কয়েকদিন বেশ শুষ্ক আবহাওয়া থাকবে শহরের। দেখে নিন পূর্বাভাস।