দ্বিতীয় T20তে ইংল্যান্ডকে নাস্তানাবুদ তিলকের! ম্যাচ জিতিয়ে প্রশংসা করলেন রবিরও, গড়লেন রেকর্ড
Updated: 25 Jan 2025, 11:22 PM ISTইংল্যান্ড বধের পর ম্যাচের সেরা হয়ে তিলক বর্মা বলছেন, ‘এখানেও উইকেটটা একটু ডবল পেসড ছিল। আমি গতকালই গৌতম গম্ভীর স্যারের সঙ্গে কথা বলছিলাম সেই নিয়ে। উনি আমায় পরিস্থিতি বুঝে বুঝে খেলতে বলেছিলেন। লেফট হ্যান্ড -রাইট হ্যান্ড কম্বিনেশনটা ভালোই হয়েছে, বিষ্ণোই দুটো চার মারায় সুবিধা হয়েছে’।
পরবর্তী ফটো গ্যালারি