1/7জি বাংলার জনপ্রিয় শো ‘রান্নাঘর’-এ মুখবদল! এবার সুদীপা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় এই শো-এর হোস্ট হিসাবে দেখা যাবে জি বাংলা পরিবারেরই ‘কৃষ্ণকলি’কে। তবে না ঘাবড়ে যাবেন না! সুদীপা পাকাপাকিভাবে শো ছাড়ছেন না।
2/7অল্প কয়েকদিনের জন্য শ্যুটিং থেকে বিরতি নিয়েছেন তিনি। আর সুদীপার জুতোতেই পা গিয়েছেন শ্যামা মানে অভিনেত্রী তিয়াসা রায়।
3/7আগামী ২৬শে জানুয়ারি মানে বুধবার থেকে সম্প্রচার শুরু হবে জি বাংলার রান্নাঘরের এই বিশেষ পর্বের। ইতিমধ্যেই বেশকিছু এপিসোডের শ্যুটিং সেরে ফেলেছেন তিয়াসা। এই সুখবরটা তো দু-দিন আগেই হিন্দুস্তান টাইমস বাংলার পাঠকদের সঙ্গে ভাগ করে নিয়েছিলাম আমরা।
4/7এবার সামনে এল অনুষ্ঠানের শ্যুটিং সেটের বেশ কিছু ঝলক। গোলাপি আনারকলি সালোয়ারে মোহময়ী লুকে তিয়াশা। একঝাঁক নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন অভিনেত্রী।
5/7অনুষ্ঠান সঞ্চালনার ফাঁকে রান্নাও শিখবেন তিয়াশা। জানা গিয়েচে, কলকাতা শহর ও শহরতলির বিখ্যাত হোটেল, রেস্তোরাঁ এবং মিষ্টির দোকান থেকে বিশিষ্ট অতিথিরা উপস্থিত থাকবেন এই পর্বগুলিতে। এবং তাঁদের কাছে রান্নার খুঁটিনাটি শিখবেন তিয়াশা।
6/7বড় বড় রেস্তোরাঁর জিভে জল আনা খাবারের রেসিপি এবার বাড়ি বসেই শিখে ফেলতে পারবেন আপনি, সঙ্গে শিখবে শ্যামাও।
7/7চলতি মাসের শুরুতেই শেষ হয়েছে কৃষ্ণকলি। তার মাঝেই নতুন ভূমিকায় জি বাংলরা পর্দাতেই কামব্যাক তিয়াসার। নতুন এই সফর নিয়ে দারুণ এক্সাইটেড অভিনেত্রী।