দিদির সুরক্ষা কবচ নিয়ে দূত হিসাবে জেলায় জেলায় মানুষের দুয়ারে গিয়ে মানুষের ক্ষোভের মুখে পড়ছেন তৃণমূল নেতারা। সাংসদ শতাব্দী রায়, অর্জুন সিং থেকে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, সাধারণ সম্পাদক কুণাল ঘোষ থেকে যুব নেতা দেবাংশু ভট্টাচার্য কেউ বাদ যাচ্ছেন না। পঞ্চায়েত ভোটের আগে বারবার এই পরিস্থিতি তৈরি হওয়ায় অস্বস্তিতে ঘাসফুল শিবির।
1/6রামপুরহাটে মেলেরডাঙা গ্রামে তৃণমূল কংগ্রেস সাংসদ শতাব্দী রায়কে ঘিরে বিক্ষোভ দেখিয়েছিলেন স্থানীয় গ্রামবাসীরা। মেলেরডাঙা থেকে রামপুরহাটে রাস্তার বেহাল দশা নিয়েই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। প্রতিশ্রুতি দিলেও রাস্তা মেরামত হয়নি বলে অভিযোগ তোলেন স্থানীয়রা। এর আগে বিষ্ণুপুরে গিয়েও স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েছিলেন সাংসদ।
2/6এদিকে দিদির দূত হিসেবে গিয়ে বীরভূমের বালিজুড়ি পঞ্চায়েতের দিহিপাড়া গ্রামে ঢুকতেই পারেননি তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য। আবাস যোজনার তালিকায় দুর্নীতির অভিযোগ তুলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। দেবাংশুর সঙ্গে থাকা তৃণমূল কর্মীদের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হয়। পরে ঘর না পাওয়ায় কেন্দ্রের ওপর দায় ঠেলে কোনওক্রমে গ্রাম ছাড়েন দেবাংশু।
3/6‘দিদির দূত’ হিসাবে পুরুলিয়ার গ্রামে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহ। স্থানীয়দের কথা না-শোনারও অভিযোগ ওঠে সাংসদের বিরুদ্ধে। রঘুনাথপুর-২ ব্লকের জোরাডি গ্রামের বাসিন্দারা স্থানীয় সমস্যার কথা তুলে ধরতে চান অর্জুনের সামনে। তবে গ্রামবাসীদের বিভিন্ন প্রশ্নের মুখে পড়ে অর্জুন নাকি কারও অভিযোগই শোনেননি। গ্রামবাসীদের অনেকেরই অভিযোগ, আবাস যোজনায় সাহায্য পাননি তাঁরা। কারও কারও আবার অভিযোগ, বাড়িতে শৌচালয় তৈরি হয়নি এখনও।
4/6দিদির সুরক্ষা কর্মসূচীতে যোগ দিতে পাঁশকুড়ার ধনঞ্জয়পুর গ্রামে বুধবার বিক্ষোভের মুখে পড়েছিলেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক। পরে বৃহস্পতিবার সকালে পাঁশকুড়ারই হনুমান মন্দুর এলাকায় চা চক্রে যোগ দিতে যাওয়ার সময় স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল কুণাল ঘোষকে। এর জেরে পূর্বনির্ধারিত কর্মসূচীতে যোগ না দিয়ে কোলকাতা ফিরতে হয় তাঁকে।
5/6এর আগে নদিয়ার চাকদা ব্লকের ঘেটুগাছি গ্রাম পঞ্চায়েতের সহিসপুরে গ্রামবাসীরা বিক্ষোভ দেখান রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে ঘিরে। পুলিশের সামনেই তাঁর গাড়ি আটকে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা না পাওয়া নিয়ে ক্ষোভপ্রকাশ করেন গ্রামবাসীরা।
6/6দিদির সুরক্ষা কবচ কর্মসূচি পালন করতে গিয়ে বাঁকুড়া ২ নম্বর ব্লকের জুনবেদিয়া গ্রামে বিক্ষোভের মুখে পড়তে হয় সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কেও। পানীয় জলের সমস্যার কথা জানিয়ে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামের মহিলারা। সঙ্গে অভিযোগ জানালেন প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়েও।