বাংলা নিউজ > ছবিঘর > TMC Leaders as Didi's Doot face Protest: কুণাল-দেবাংশু-শতাব্দী, ক্ষোভের মুখে পড়া দিদির দূতদের তালিকা ক্রমেই দীর্ঘ হচ্ছে

TMC Leaders as Didi's Doot face Protest: কুণাল-দেবাংশু-শতাব্দী, ক্ষোভের মুখে পড়া দিদির দূতদের তালিকা ক্রমেই দীর্ঘ হচ্ছে

দিদির সুরক্ষা কবচ নিয়ে দূত হিসাবে জেলায় জেলায় মানুষের দুয়ারে গিয়ে মানুষের ক্ষোভের মুখে পড়ছেন তৃণমূল নেতারা। সাংসদ শতাব্দী রায়, অর্জুন সিং থেকে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, সাধারণ সম্পাদক কুণাল ঘোষ থেকে যুব নেতা দেবাংশু ভট্টাচার্য কেউ বাদ যাচ্ছেন না। পঞ্চায়েত ভোটের আগে বারবার এই পরিস্থিতি তৈরি হওয়ায় অস্বস্তিতে ঘাসফুল শিবির।