আশুতোষ গোয়াল নামে এক ব্যক্তির সঙ্গে একাধিক ছবি পোস্ট করেছেন মিমি। কিন্তু কে এই আশুতোষ গয়াল? সূত্র বলছে, আশুতোষ হলেন একজন উদ্যোগপতি, অনন্ত হোটেল অ্যান্ড রিসর্টের ডিরেক্টর। আর উদয়পুরের সেই অনন্ত হোটেল অ্যান্ড রিসর্টেই চলছে সোল ফেস্টিভ্যাল।
1/11রাজস্থানে একই উৎসবে গিয়েও আলাদা কেন টলিপাড়ার দুই বোনুয়া! নুসরতের সঙ্গে যশ, মিমির সঙ্গে ইনি কে?
2/11রাজস্থানের 'গোলাপি শহর' জয়পুর। সেখানেই চলছে Soul Festival-2023। যেটি মূলত গানের উৎসব, সেখানেযোগ দিতে সেখানে পৌঁছেছেন অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী।
3/11আশুতোষ গোয়াল নামে এক ব্যক্তির সঙ্গে একাধিক ছবি পোস্ট করেছেন মিমি। কিন্তু কে এই আশুতোষ গয়াল?
4/11সূত্র বলছে, আশুতোষ হলেন একজন উদ্যোগপতি, অনন্ত হোটেল অ্যান্ড রিসর্টের ডিরেক্টর। আর উদয়পুরের সেই অনন্ত হোটেল অ্যান্ড রিসর্টেই চলছে সোল ফেস্টিভ্যাল।
5/11এছাড়াও প্রণয় বৈদ্য নামে এক ব্যক্তির সঙ্গেও দেখা গিয়েছে মিমিকে।
6/11এছাড়াও ইনস্টাস্টোরিতে সঙ্গীত উৎসবের নানান মুহূর্ত শেয়ার করেছেন মিমি।
7/11ফেস্টিভ্যালে কখনও মিমিকে গান শুনতে দেখা গিয়েছে, কখনও আবার পার্টি করতে দেখা গিয়েছে।
8/11এদিকে উদয়পুরে এই একই অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছেন মিমির বোনুয়া, অভিনেত্রী, সাংসদ নুসরত জাহান, সঙ্গী স্বামী যশ।
9/11Soul Festival-এ গিয়ে যশের সঙ্গে পার্টিতে মজে নুসরত জাহান, তারই একটি ভিডিয়ো পোস্ট করেছেন অভিনেত্রী।
10/11মিমি এবং নুসরত রাজস্থানের উদয়পুরের Soul Festival-2023-এ যোগ দিলেও তাঁদেরকে একসঙ্গে দেখা যায়নি, একসঙ্গে কোনও ছবিও পোস্ট করেননি তাঁরা।
11/11মিমি ও নুসরত দুজনে বন্ধু হলেও তাঁদের সম্পর্ক নিয়ে এর আগে কিছু কম গুঞ্জন ছড়ায় নি। তাই একই অনুষ্ঠানে গিয়ে দুজনকে পৃথক হয়ে থাকতে দেখে অনেকেই নানান প্রশ্ন তুলছেন। তবে মিমি বা নুসরত এনিয়ে কোনও জবাব দেননি।