করোনার মাঝেই অনেক স্বপ্ন নিয়ে শুরু হয়েছিল টোকিও অলিম্পিক্স। ২৩ জুলাই উদ্বোধনী অনুষ্ঠান ছিল। আর ৮ অগস্ট ইতি টানা হল গেমসে। একগুচ্ছ স্বপ্ন নিয়ে ভারত এ বারের অলিম্পিক্স যাত্রা শুরু করেছিল। কিছু পূরণ হয়েছে। কিছু বাকি রইল প্যারিসের জন্য।
1/11২৩ জুলাই উদ্বোধনী অনুষ্ঠানে পতাকাবাহক ছিলেন ছ'বারের বিশ্বচ্যাম্পিয়ন এবং অলিম্পিক্সে পদকজয়ী বক্সার মেরি কম এবং হকি দলের অধিনায়ক মনপ্রীত সিং। আর ক্লোজিংয়ে ভারতের পতাকাবাহক ছিলেন বজরং পুনিয়া। ছবি: পিটিআই
2/11এ বার সর্বাধিক পদকের নিরিখে ভারত ৩৩ তম স্থানে শেষ করল। খাতায়কলমে ১৯৮০ সালে ভারত ২৪ তম স্থানে শেষ করেছিল।কিন্তু সেই সময় এত দেশ অংশগ্রহণ করত না। ফলে এ বারের অলিম্পিক্স পারফরম্যান্সকেই সেরা বলছে দেশের ক্রীড়ামহল। এ বার মোট সাতটি পদক জিতেছে ভারত। ছবি: রয়টার্স
3/11ভারত এ বার একটি সোনা, দু'টি রুপো এবং চারটি ব্রোঞ্জ পদক পেয়েছে। ছবি: রয়টার্স
4/11প্রথম বার অলিম্পিক্সে অংশ নিয়েছেন। আর প্রথম বারেই বাজিমাত করলেন নীরজ চোপড়া। তিনি সোনা জিতে ভারতকে শুধু গর্বিতই করলেন না, গড়ে ফেললেন রেকর্ডও। ভারতের এই প্রথম কোনও অ্যাথলিট ট্র্যাক এন্ড ফিল্ডে পদক পেলেন। আর সেটাও সোনা। জ্যাভলিনে নীরজের সোনা জয় যেন ভারতের ট্র্যাক এন্ড ফিল্ডের ব্যর্থতার রেকর্ড এক মুহূর্তে মুছে দিল। ছবি: রয়টার্স