কী ভাবে গ্রুপ লিগের পর্ব পার হয়ে শেষ আটের লড়াইয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারতের মহিলা হকি দল শেষ চারে পৌঁছল, সেই লড়াইয়ে চোখ রাখব আরও এক বার।
1/8এ যেন এক স্বপ্নে দৌড়। টোকিও অলিম্পিক্সে নতুন করে স্বপ্ন দেখাতে শুরু করেছেন রানি রামপালরা। যাঁদের নিয়ে কোনও প্রত্যাশা ছিল না। তাঁদের নিয়েই এখন স্বপ্ন দেখছে গোটা ভারত। ছবি: এএনআই
2/8অলিম্পিক্সে গ্রুপ লিগের প্রথম তিনটি ম্যাচে ১১টা গোল হজম করেছিলেন ভারতের মেয়েরা। গ্রুপ লিগের প্রথম তিনটি ম্যাচে তারা হেরেওছিল। সেখান থেকে কোয়ার্টার ফাইনালে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে রানি-বন্দনারা। ভারতের সেমিফাইনালে পৌঁছানোর এই লড়াইটা কিন্তু একেবারেই সহজ ছিল না। ছবি: এএনআই
3/8প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ১-৫ হেরেছিল ভারতীয় মহিলা হকি দল। ছবি: এএনআই
4/8দ্বিতীয় ম্যাচে জার্মানির কাছে ০-২ হেরেছিল তারা। ছবি: এএনআই
5/8তৃতীয় ম্যাচে গ্রেট ব্রিটেনের কাছে ১-৪ হেরেছিল তারা। ছবি: এএনআই
6/8চতুর্থ ম্য়াচ থেকেই চাকা ঘুরতে শুরু করে। আয়ারল্যান্ডকে ১-০ হারান রানি রামপালরা। ছবি: রয়টার্স
7/8দক্ষিণ আফ্রিকাকে ৪-৩ হারিয়ে কোয়ার্টার ফাইনালের রাস্তা খোলে ভারত। পরে গ্রেট ব্রিটেন হারিয়ে দেয় আয়ারল্যান্ডকে। তাতে নক আউট পর্বের জন্য সবুজ সঙ্কেত পান ভারতের মেয়েরা। ছবি: এএনআই
8/8আর কোয়ার্টার ফাইনালে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ চারে পৌঁছে নতুন ইতিহাস রচনা করেন রানি রামপালরা। ছবি: পিটিআই