এ বার সর্বাধিক পদকের নিরিখে ভারত ৩৩ তম স্থানে শেষ করল। খাতায়কলমে ১৯৮০ সালে ভারত ২৪ তম স্থানে শেষ করেছিল।কিন্তু সেই সময় এত দেশ অংশগ্রহণ করত না। ফলে এ বারের অলিম্পিক্স পারফরম্যান্সকেই সেরা বলছে দেশের ক্রীড়ামহল। এ বার মোট সাতটি পদক জিতেছে ভারত।
1/8এবার অলিম্পিক্সে মোট সাতটি পদক জিতেছে ভারত। একটি সোনা, দুটি রুপো এবং চারটি ব্রোঞ্জ এসেছে ভারতের ঝুলিতে। সবচেয়ে বেশি পদক এসেছে এই বারই। ছবি: পিটিআই
2/8প্রথম বার অলিম্পিক্সে অংশ নিয়েছেন। আর প্রথম বারেই বাজিমাত করলেন নীরজ চোপড়া। তিনি সোনা জিতে ভারতকে শুধু গর্বিতই করলেন না, গড়ে ফেললেন রেকর্ডও। ভারতের এই প্রথম কোনও অ্যাথলিট ট্র্যাক এন্ড ফিল্ডে পদক পেলেন। আর সেটাও সোনা। জ্যাভলিনে নীরজের সোনা জয় যেন ভারতের ট্র্যাক এন্ড ফিল্ডের ব্যর্থতার রেকর্ড এক মুহূর্তে মুছে দিল। ছবি: রয়টার্স
3/8এই বছর অলিম্পিক্সে মীরাঈ চানুর হাত ধরে ভারত প্রথম পদক পেয়েছিলেন। মহিলাদের ৪৯ কেজি বিভাগে রুপো জিতলেন মীরাবাঈ চানু। স্ন্যান ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে (৮৭+১১৫) মোট ২০২ কেজি ভারোত্তলন করেন চানু। ছবি: পিটিআই
5/8হি বিংজিয়াও-কে স্ট্রেট সেটে পরাস্ত করে ব্রোঞ্জ জিতে ইতিহাস রচনা করেছেন পিভি সিন্ধু। অলিম্পিক্সের মঞ্চে ব্যাডমিন্টন তারকার টানা দ্বিতীয় পদক জেতেন। সুশীল কুমারের পর সিন্ধুই প্রথম ব্যক্তিগত ইভেন্টে টানা দু'বার অলিম্পিক্সে পদক জিতলেন। ছবি: পিটিআই
6/8চোট নিয়েই এ বার অলিম্পিক্সে অংশ নেন বজরং পুনিয়া। লড়াই করেও ব্রোঞ্জ জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছে পুনিয়াকে। ছবি: রয়টার্স
7/8৪১ বছর পর হকিতে আবার পদক পেল ভারত। যদিও ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। কিন্তু এই পদককে ঘিরেই ভারতীয় হকি আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। ছবি: পিটিআই
8/8মেয়েদের বক্সিংয়ের ওয়েল্টারওয়েট (৬৪-৬৯ কেজি) বিভাগের সেমিফাইনালে তুরস্কের বুসেনাজ সুরমেনেলির মুখোমুখি হয়েছিলেন ২৩ বছরের লভলিনা বড়গোহাঁই। কিন্তু শেষ চারের লড়াইয়ে হেরে গিয়ে ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হল লভলিনাকে। ছবি: পিটিআই