টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতলেন বজরং পুনিয়া। শনিবার পুরুষদের ৬৫ কেজি বিভাগে ব্রোঞ্জ পদকের ম্যাচে দৌলত নিয়াজবেকভকে ৮-০ উড়িয়ে দিয়ে অলিম্পিক্সের পোডিয়ামে উঠতে চলেছেন তিনি। যে তারকার কেরিয়ার দুর্দান্ত। একনজরে দেখে নিন বজরং পুনিয়ার রেকর্ড -
1/8বজরং পুনিয়া প্রথম ভারতীয় কুস্তিগির হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে তিনটি পদক জিতেছেন। ২০১৮ সালে জিতেছিলেন রুপো। ২০১৩ এবং ২০১৯ সালে ব্রোঞ্জ জিতেছিলেন। ২০১৩ সালে ৬০ কেজি বিভাগে নেমেছিলেন। (ছবি সৌজন্য পিটিআই)
2/8২০১৮ সালের এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন বজরং। (ছবি সৌজন্য পিটিআই)
3/8২০১৭ এবং ২০১৯ সালে এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন বজরং। ২০২১ সাল এবং ২০২০ সালে দ্বিতীয় হয়েছিলেন। ২০১৮ সালে পেয়েছিলেন ব্রোঞ্জ। (ছবি সৌজন্য পিটিআই)
4/8২০১৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত টানা ৬৫ কেজি বিভাগের র্যাঙ্কিং সিরিজে প্রথম হয়েছেন বজরং। (ছবি সৌজন্য পিটিআই)
5/8২০১৮ সালে কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন বজরং। (ছবি সৌজন্য পিটিআই)
6/8২০১৯ সালে রাজীব খেলরত্ন পুরস্কার পেয়েছেন বজরং। (ছবি সৌজন্য পিটিআই)
7/8অলিম্পিক্সের আগে মার্চে এক নম্বর হয়েছিলেন বজরং। (ছবি সৌজন্য রয়টার্স)