বাংলা নিউজ >
ছবিঘর > Tokyo Olympics 2020: অলিম্পিক্সে উত্তোলিত হচ্ছে তেরঙ্গা, পোডিয়ামে দাঁড়িয়ে দেখছেন সিন্ধু, ভাইরাল ছবি
Tokyo Olympics 2020: অলিম্পিক্সে উত্তোলিত হচ্ছে তেরঙ্গা, পোডিয়ামে দাঁড়িয়ে দেখছেন সিন্ধু, ভাইরাল ছবি Updated: 01 Aug 2021, 09:21 PM IST
Ayan Das
প্রথম ভারতীয় মহিলা হিসেবে পরপর দুটি অলিম্পিক্সে পদক জিতেছেন। তারপর পোডিয়ামে উঠে ব্রোঞ্জ নেন পি ভি সিন্ধু। সেই সময় অলিম্পিক্সে তেরঙ্গা উত্তোলনের একটি ছবি ভাইরাল হয়ে গিয়েছে। দেখুন সেই ছবি - 1/6 চিনের হি বিংজিয়াওকে ২১-১৩, ২১-১৫ হারিয়ে টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক জিতলেন পি ভি সিন্ধু। (ছবি সৌজন্য পিটিআই)2/6 সেই জয়ের ফলে প্রথম ভারতীয় মহিলা হিসেবে পরপর দুটি অলিম্পিক্সে পদক জেতার নজির গড়ে ফেললেন সিন্ধু। (ছবি সৌজন্য পিটিআই)3/6 ২০১৬ সালের রিও অলিম্পিক্সে রুপো জিতেছিলেন সিন্ধু। তবে এবার ফাইনালে উঠতে পারেননি। দুর্ধর্ষ লড়াই করেও সেমিফাইনালে হেরে যান। (ছবি সৌজন্য পিটিআই)4/6 সেই জয়ের পর স্বভাবতই উচ্ছ্বাসে ভেসে গিয়েছে ভারত। সিন্ধুকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ অন্যান্যরা। (ছবি সৌজন্য পিটিআই)5/6 ব্রোঞ্জ জয়ের পর পদক বিতরণী অনুষ্ঠানের একটি ছবি ভাইরাল হয়ে যায়। (ছবি সৌজন্য টুইটার)6/6 ২০২৪ সালের প্যারিসে সিন্ধু যাতে সোনা জিততে পারেন, সেই আশায় বুক বাঁধছেন দেশবাসীরা। (ছবি সৌজন্য পিটিআই)পুরো গ্যালারিটির জন্য এই বিজ্ঞাপনটি দেখতে হবে অন্য গ্যালারিগুলি