বাংলা নিউজ > ছবিঘর > Tokyo Olympics 2020: পোস্টের সঙ্গে সমস্ত হতাশা-দুঃখ ভাগ করেছি, কিছুটা সম্মান ওরও প্রাপ্য : শ্রীজেশ

Tokyo Olympics 2020: পোস্টের সঙ্গে সমস্ত হতাশা-দুঃখ ভাগ করেছি, কিছুটা সম্মান ওরও প্রাপ্য : শ্রীজেশ

পুরো টোকিও অলিম্পিক্সেই অসংখ্যবার ভারতের পতন রুখেছ... more

পুরো টোকিও অলিম্পিক্সেই অসংখ্যবার ভারতের পতন রুখেছেন। ব্রোঞ্জ পদকের ম্যাচেও সেই ধারায় ছেদ পড়েনি। একেবারে অন্তিম লগ্নে দলের পদক জয় নিশ্চিত করেছেন শ্রীজেশ। তারপরই সোজা উঠে যান গোলপোস্টের মাথায়। যে ছবি ভাইরাল হয়ে গিয়েছে। কেন পোস্টের মাথায় উঠেছেন, সেই কারণও জানালেন ভারতের সুপারস্টার -