হরিয়ানার সোনিপতে খেতে কাজ করতেন বাবা। সেখান থেকে উঠে এসে অলিম্পিক্সে পদক জয় নিশ্চিত করলেন রবিকুমার দাহিয়া। ছেলেদের ফ্রি-স্টাইল কুস্তির ৫৭ কেজি বিভাগের ফাইনালে উঠেছেন তিনি। একনজরে জেনে নিন কে এই রবিকুমার দাহিয়া -
1/7হরিয়ানার সোনেপত জেলার নাহরি গ্রামের ছেলে রবিকুমার দাহিয়া। ১৯৯৭ সালের ১২ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। (ছবি সৌজন্য রয়টার্স)
2/7রবির বাবা গ্রামের খেতে কাজ করতেন। (ছবি সৌজন্য রয়টার্স)
3/7১০ বছর থেকে কুস্তি শুরু করেন রবি। ছেলেবেলায় উত্তর দিল্লির ছত্রসাল স্টেডিয়ামে প্রশিক্ষণ করতেন রবি। (ছবি সৌজন্য রয়টার্স)
4/7সতপাল সিংয়ের অধীনে প্রশিক্ষণ করতেন রবি। যে সতপাল এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন। (ছবি সৌজন্য ইনস্টাগ্রাম)
5/7২০১৫ সালে জুনিয়র বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় হয়েছিলেন রবি। ২০১৮ সালে অনূর্ধ্ব-২৩ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে জিতেছিলেন সোনা। (ছবি সৌজন্য রয়টার্স)
6/7২০১৯ সালের বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন রবি। দু'বার এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন। (ছবি সৌজন্য রয়টার্স)
7/7এবার অর্জুন পুরস্কারের জন্য রবির নাম পাঠিয়েছে ভারতীয় কুস্তি ফেডারেশন। যিনি অলিম্পিক্সে ৫৭ কেজি বিভাগে চতুর্থ বাছাই। (ফাইল ছবি, সৌজন্য ইনস্টাগ্রাম)