করোনা সংক্রমণের ভয়, বিবাদ ও বিরোধের মাঝেই সফলভাবে অলিম্পিক্স আয়োজিত করে বেশ প্রশংসা কুড়িয়েছে জাপান। এবারে পালা প্যারালিম্পিক্সের।
1/5টোকিও অলিম্পিক্স আয়োজন নিঃসন্দেহে এক বড় চ্যালেঞ্জ ছিল। এবার ২৪ অগস্ট থেকে ৫ সেপ্টেম্বর প্যারালিম্পিক্স আয়োজনের মধ্যে দিয়ে আরও এক বিশাল চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছে জাপান।
2/5জাঁক-জমকপূর্ণ এক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে সূচনা ঘটেছিল টোকিও ২০২০-র। মঙ্গলবার (২৪ অগস্ট) আরও এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে সূচনা হল এবারের প্যারালিম্পিক্সের।
3/5সব বাধা বিপত্তি কাটিয়ে অবশেষে গ্রীষ্মকালীন অলিম্পিক্সে সাফল্যের পর প্যারালিম্পিক্সেও রেকর্ড সাফল্যের লক্ষ্যে থাকবে। এবারে প্যারালিম্পিক্সের ইতিহাসে ভারতের সর্বাধিক মোট ৫৪ জন প্যারা-অ্যাথলিট অংশ নেবেন।
4/5ভারতের হয়ে উদ্বোধন অনুষ্ঠানে পতাকা বাহক হিসাবে মারিয়াপ্পান থাঙ্গাভেলুর থাকার কথা হলেও করোনা পজিটিভ ব্যক্তির সংস্পর্শে আসায় শেষ মুহূর্তে তাঁকে নিভৃতবাসে পাঠানো হয়।
5/5তাঁর বদলে ভারতের পতাকা বাহক হিসাবে এদিন দেখা যায় জ্যাভলিন থ্রোয়ার তেক চাঁদকে। গৌরবের সঙ্গে ভারতীয় পতাকা হাতে স্টেডিয়ামে প্রবেশ করেন তিনি।