NHAI নতুন অর্থবর্ষের শুরু থেকে এই টোল ট্যাক্স পরিবর্তন করছে।
1/4আগামী ১ এপ্রিল থেকে জাতীয় সড়কে যাতায়াতে খরচ বাড়ছে। বৃদ্ধি হচ্ছে টোল ট্যাক্সের। ফাইল ছবি : পিটিআই (HT_PRINT)
2/4ভারতের ন্যাশনাল হাইওয়ে অথরিটি (NHAI) টোল ট্যাক্স বাড়িয়েছে। হালকা যানবাহনের ক্ষেত্রে ১০ টাকা এবং বাণিজ্যিক যানবাহনে ৬৫ টাকা বাড়ানো হচ্ছে(ওয়ান-ওয়ে)। প্রতীকী ছবি : হিন্দুস্তান টাইমস (HT_PRINT)
3/4NHAI নতুন অর্থবর্ষের শুরু থেকে এই টোল ট্যাক্স পরিবর্তন করছে। ফাইল ছবি : এএনআই (HT_PRINT)
4/4এনএইচএআই-এর প্রকল্প পরিচালক এনএন গিরি জানালেন, ২০২২-২৩ আর্থিক বছরের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। গাড়ি ও জিপের টোল ট্যাক্স ১০ টাকা করে বাড়ানো হয়েছে। সবচেয়ে বেশি বাড়ানো হয়েছে বড় যানবাহনের টোল ট্যাক্স। প্রতীকী ছবি : হিন্দুস্তান টাইমস (HT_PRINT)