Realme Narzo 50A Prime, Realme C30 থেকে Xiaomi Redmi 10A- এক নজরে দেখে নিন সস্তায় সেরা ৫টি স্মার্টফোন।
1/6ভারতে বাজেট সেগমেন্টের অ্যান্ড্রয়েড ফোনের জনপ্রিয়তাই সবচেয়ে বেশি। আপনিও কি রোজের ব্যবহারের জন্য একটা কম দামেই টেকসই ফোন খুঁজছেন? সেক্ষেত্রে দেখে নিন এই লিস্ট। ছবি: পোকো (Poco)
2/6Realme Narzo 50A Prime: কয়েক মাস আগেই Realme তার নতুন বাজেট স্মার্টফোন Narzo 50A Prime লঞ্চ করে। এর বিশেষত্ব হল বড় ৬.৬-ইঞ্চি FHD+ স্ক্রিন। এটি Unisoc T612 প্রসেসর দ্বারা চালিত। দাম ১১,৪০০ টাকা। ছবি: রিয়েলমি (Poco)
3/6Redmi 9 Activ: MediaTek Helio G35 চিপ দ্বারা চালিত। ১৩ এমপি প্রাইমারি ক্যামেরা সহ একটি ডুয়াল-ক্যামেরা সেটআপ আছে। 64GB স্টোরেজ, 4GB RAM-এর ভেরিয়েন্টের দাম ৯,৪৯৯ টাকা। ছবি: রেডমি (Poco)
4/6Realme C30: রিয়েলমির এই ফোনটি সম্প্রতি লঞ্চ হয়েছে। এটি Unisoc T612 প্রসেসর দ্বারা চালিত। একটি 8MP রিয়ার এআই ক্যামেরা আছে। সামনে একটি 5MP ফ্রন্ট সেলফি ক্যামেরা আছে। বেস ভেরিয়েন্টের দাম ৭,৪৯৯ টাকা। ছবি: রিয়েলমি (Poco)
5/6Poco C3: দাম ৯,৯৯৯ টাকা। বড় ৬.৫৩-ইঞ্চি স্ক্রিন। 13MP প্রাইমারি লেন্স সহ পিছনে একটি ট্রিপল ক্যামেরা সেটআপ পাবেন। ছবি; পোকো (Poco)
6/6Xiaomi Redmi 10A: MediaTekHelio G35 চিপসেট আছে। ৫১০০ mAh ব্যাটারি দ্বারা চালিত। 13MP এবং 2MP এর ডুয়াল-ক্যামেরা সেটআপ। দাম মাত্র ৯,৪৯৯ টাকা। ছবি: শাওমি (Poco)