এক নজরে জেনে নিন দাম, মাইলেজ ও অন্যান্য তথ্যাদি।&n... more
এক নজরে জেনে নিন দাম, মাইলেজ ও অন্যান্য তথ্যাদি।
1/7Best Milage Commuters: যতই স্টাইলিশ স্পোর্টস কমিউটার আসুক। ভারতের বাজারে এখনও সবচেয়ে বেশি বিক্রি ১০০-১২৫ সিসির কমিউটার সেগমেন্টে। তার কারণও আছে। এই মোটরসাইকেলগুলি শুধুমাত্র শখের কারণে কেউ কেনেন না। এগুলি মূলত নিত্য যাতায়াতের কারণেই কেনেন ক্রেতারা। তাই তাঁদের ৩টি জিনিসই মাথায় থাকে। এক হল, প্রথমে কেনার সময়ে যাতে একেবারে সস্তা পড়ে। দ্বিতীয়ত, দুর্দান্ত মাইলেজ। তৃতীয়ত, এর মেনটেনেন্সের খরচও কম। ছবি : হিন্দুস্তান টাইমস বাংলা (HT Bangla)
2/7কমিউটার সেগমেন্টে এখন কোন ৫টি মোটরসাইকেল সবচেয়ে ভালো মাইলেজ দিচ্ছে? রইল অটোমোটিভ রিসার্চ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (ARAI) সার্টিফায়েড মাইলেজ-সহ তালিকা। দেখে নিন এক নজরে। তারপর আপনার পছন্দ অনুযায়ী বেছে নিন আপনার আদর্শ মোটরসাইকেল। প্রতীকী ছবি : এএনআই (HT Bangla)
3/7Hero Splendor Pro (৯০ kmpl মাইলেজ): Hero Splendor ভারতে সবচেয়ে বেশি বিক্রি হওয়া মোটরসাইকেলগুলির মধ্যে একটি। ARAI-এর মতে, এটি ৯০ kmpl মাইলেজ দেয়। মোটরসাইকেলটি ৯৭.২cc সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন দ্বারা চালিত। এটি ৮.২৪ bhp পাওয়ার এবং ৮.০৫ Nm টর্ক জেনারেট করে। Hero Splendor-এর ভেরিয়েন্টের তালিকায় রয়েছে Pro, Plus, i3S এবং iSmart 110। দাম: ৪৯,৪৮৫ টাকা(এক্স-শোরুম, দিল্লি)। ফাইল ছবি : হিরো মোটর্কর্প (HT Bangla)
4/7Bajaj CT 100 (৮৯ kmpl মাইলেজ): ARAI অনুযায়ী Bajaj CT100-এর মাইলেজ ৮৯ kmpl। এতে একটি ১০২cc সিঙ্গেল-সিলিন্ডার এয়ার-কুলড ইঞ্জিন আছে। সেটি প্রায় ৮ hp পাওয়ার এবং ৮.৩৪ Nm টর্ক জেনারেট করে। দাম: ৫৩,৬৯৬ টাকা(এক্স-শোরুম)। ফাইল ছবি : বাজাজ (HT Bangla)
5/7TVS Star City Plus (৮৬ kmpl মাইলেজ): TVS Star City Plus লিটারে ৮৬ কিলোমিটার মাইলেজ দেয়। এটি দুটি ভেরিয়েন্টে পাবেন - ES ড্রাম এবং টপ ভেরিয়েন্ট স্টার সিটি প্লাস ইএস ডিস্ক। ১০৯.৭ cc ফোর-স্ট্রোক ইঞ্জিন দ্বারা চালিত। এটি ৮.১৯ PS পাওয়ার এবং ৮.৭ Nm টর্ক জেনারেট করে৷ দাম : ৭০,০০৫ টাকা(এক্স-শোরুম)। ফাইল ছবি : টিভিএস (HT Bangla)
6/7Bajaj Platina 110 (৮০ kmpl মাইলেজ): ARAI অনুযায়ী Platina 110-এর মাইলেজ ৮০kmpl। প্লাটিনায় ১১৫ সিসি, ৪-স্ট্রোক, সিঙ্গেল সিলিন্ডার, ইলেকট্রনিক ইনজেকশন-সহ এয়ার-কুলড ইঞ্জিন পাবেন। ইঞ্জিন ৭,০০০ rpm-এ ৮.৬ PS সর্বোচ্চ পাওয়ার এবং ৫,০০০ rpm-এ ৯.৮১ Nm পিক টর্ক উৎপন্ন করে। Platina 110-এর ৪-স্পীড গিয়ারবক্স ট্রান্সমিশন আছে। দাম : ৬৫,৯৩০ টাকা(এক্স-শোরুম, নয়াদিল্লি)। ফাইল ছবি : বাজাজ (HT Bangla)
7/7Honda CD 110 Dream (৭৪ kmpl মাইলেজ): Honda CD 110 Dream-এর মাইলেজ ৭৪ kmpl। ১০৯.৫১ cc ফুয়েল-ইনজেক্টেড ইঞ্জিন রয়েছে। ইঞ্জিনটি ৭,৫০০ rpm-এ ৮.৬hp পাওয়ার এবং ৫,৫০০ rpm-এ ৯.৩০ Nm টর্ক জেনারেট করে। ৪-স্পীড গিয়ারবক্স আছে। BS6 Honda CD 110 Dream বাইকটি দুটি ভেরিয়েন্টে পাবেন - স্ট্যান্ডার্ড এবং ডিলাক্স। দাম : ৬৪,৫০৫ টাকা(এক্স-শোরুম, নয়াদিল্লি)। ফাইল ছবি : হন্ডা (HT Bangla)