প্রায় ৪ মাস পর EPLএ ঘরের মাঠে জিতল টটেনহ্যাম! ম্যান ইউকে হারাল ১-০ গোলে! প্রথম ১৫য় জায়গা হল ইউনাইটেডের?
Updated: 17 Feb 2025, 08:00 AM ISTপ্রায় চার মাস পর ইপিএলে ঘরের মাঠে ফের জয়ের দেখা পেল টটেনহ্যাম হটস্পার্স। আর ঠিক সময়ই জ্বলে উঠলেন তাঁরা। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে টটেনহ্যাম জিতল ১-০ গোলে। নভেম্বর মাসের পর ফের একবার নিজেদের হোম ম্যাচ থেকে পুরো তিন পয়েন্ট তুলেই মাঠ ছাড়ল বেন্তাকুর, ডেভিস, ম্যাডিসনরা।
পরবর্তী ফটো গ্যালারি