রক্ষণাবেক্ষণের জন্য মাঝেমধ্যেই প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম (পিআরএস) বন্ধ থাকে। সেইসময় ট্রেনের টিকিট কাটা যায় না। বন্ধ থাকে এনকোয়ারি।
1/3মঙ্গলবার (২৬ এপ্রিল) রাত ১১ টা ৪৫ মিনিট থেকে রাত ২ টো ৩০ মিনিট (ইংরেজি মতে ২৭ এপ্রিল) পর্যন্ত কলকাতার প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেমের (পিআরএস) ‘ডাউন টাইম’ থাকবে। (ছবিটি প্রতীকী)
2/3পূর্ব রেলওয়ের তরফে জানানো হয়েছে, ওই সময়ের মধ্যে পূর্বাঞ্চলে (পূর্ব রেল, দক্ষিণ-পূর্ব রেল, পূর্ব উপকূলীয় রেল, দক্ষিণ-পূর্ব-মধ্য রেল, উত্তর-পূর্ব সীমান্ত রেল এবং পূর্ব-মধ্য রেল) ইন্টারনেট বুকিং, এনকোযারি সংক্রান্ত কোনও কাজ করা হবে না। (ছবিটি প্রতীকী)