Trains Cancelled: অগ্নিপথের বিক্ষোভের কারণে শনিবার হাওড়া এবং পশ্চিমবঙ্গের অন্যান্য স্টেশন থেকে দুটি শতাব্দী এক্সপ্রেস সহ কমপক্ষে ১৩টি ট্রেন বাতিল করা হয়েছে।
1/4পশ্চিমবঙ্গে কোনও ব্যাপক আন্দোলন বা সহিংস বিক্ষোভ ছিল না অগ্নিপথ নিয়ে। কেন্দ্রের নতুন 'অগ্নিপথ' নিয়োগ প্রকল্পের বিরুদ্ধে অবশ্য বিহার, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলিতে হিংসা জারি রয়েছে। এই আন্দোলনের কারণেই হাওড়া ও অন্যান্য স্টেশন থেকে ট্রেনগুলি বাতিল করতে হয়েছিল। (ছবি সৌজন্য পিটিআই)
2/4পূর্ব রেলের মুখপাত্র একলব্য চক্রবর্তী বলেন, 'পূর্ব মধ্য রেলওয়ের থাকা অঞ্চলে চলমান ছাত্র আন্দোলনের কারণে পূর্ব রেলকে ১৩টি ট্রেন বাতিল করতে হয়েছে। তাদের বেশিরভাগই হাওড়া স্টেশন থেকে ছাড়ার কথা ছিল।' প্রসঙ্গত, পূর্ব-মধ্য রেলওয়ের অধীনে বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলির এলাকা রয়েছে।
4/4দক্ষিণ পূর্ব রেলওয়ের কোনও ট্রেন বাতিল করতে হয়নি আজকে। এর আগে 'অগ্নিপথ' নিয়ে বিক্ষোভের জেরে শুক্রবার দেশজুড়ে ৩৪০ ট্রেনের যাত্রার উপর প্রভাব পড়ে। ৯৪ টি মেল/এক্সপ্রেস এবং ১৪০ টি যাত্রীবাহী ট্রেন বাতিল করা হয়েছে। প্রায় ১০০ টি ট্রেন পুরো যাত্রা শেষ করেনি। কমপক্ষে ১১ টি মেল/এক্সপ্রেস ঘুরিয়ে দিতে বাধ্য হয়েছে রেল।