বাংলা নিউজ >
ছবিঘর >
Trains Cancelled: ক্ষতির পরিমাণ ৭০০ কোটিরও বেশি! রবিবারও হাওড়া-শিয়ালদা থেকে বাতিল একাধিক ট্রেন
Trains Cancelled: ক্ষতির পরিমাণ ৭০০ কোটিরও বেশি! রবিবারও হাওড়া-শিয়ালদা থেকে বাতিল একাধিক ট্রেন
Updated: 19 Jun 2022, 11:10 AM IST
Abhijit Chowdhury
- Trains Cancelled: অগ্নিপথ বিক্ষোভের জেরে বিহার জুড়ে জ্বলেছে হিংসার আগুন। এর জেরে ৭০০ কোটি টাকারও বেশি লোকসান হয়েছে রেলের। গত চারদিনে বিহারে ৬০টি ট্রেনের কামরায় আগুন ধরিয়ে দেওয়া হয়। পুড়িয়ে দেওয়া হয় ১১টি ইঞ্জিন। এই হিংসার জেরে আরও একাধিক ট্রেন বাতিল করতে বাধ্য হয়েছে রেল কর্তৃপক্ষ। তাছাড়া উত্তর-পূর্বে বন্যা পরিস্থিতির জন্য প্রভাবিত রেল চলাচল। একনজরে দেখুন তালিকা:
1/5হাওড়া থেকে বাতিল হাওড়া-সেকেন্দরাবাদ ফলকনুমা এক্সপ্রেস, হাওড়া-রক্সৌল সামার স্পেশাল। কলকাতা স্টেশন থেক বাতিল বীরাঙ্গনা লক্ষ্মীবাই স্বতন্ত্রতা সংগ্রাম এক্সপ্রেস।
2/5এদিকে হাওড়াগামী নয়াদিল্লি-হাওড়া পূর্বা এক্সপ্রেস, জম্মু তাওয়াই-হাওড়া এক্সপ্রেস, রাজেন্দ্রনগর-হাওড়া এক্সপ্রেস, দেরাদূন-হাওড়া কুম্ভ এক্সপ্রেস, অমৃতসর-হাওড়া মেল, কাঠগোদাম-হাওড়া বাগ এক্সপ্রেস, জয়নগর-হাওড়া এক্সপ্রেস বাতিল হয়েছে আজকে।
3/5এদিকে ব্যান্ডেল-হাওড়া লাইনে, সিঙ্গুর-হাওড়া লাইনে, হরিপাল-হাওড়া লাইনে, হাওড়া-তারকেশ্বর, হাওড়া-মেমারি লাইনে একাধিক লোকাল বাতিল হয়েছে আজকে।
4/5শিয়ালদা থেকে আগরতলাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বাতিল হয়েছে প্রতিকূল আবহাওয়া এবং বন্যা পরিস্থিতির জন্য। এদিকে শিয়ালদাগামী বলিয়া শিয়ালদা এক্সপ্রেস, সাহারসা শিয়ালদা এক্সপিরেস বাতিল হয়েছে।
5/5এদিকে শিয়ালদা-কল্যাণী লাইনে, নৈহাটি-শিয়ালদা লাইনে, শিয়ালদা-রানাঘাট লাইনে একাধিক লোকাল ট্রেন বাতিল হয়েছে। পাশাপাশি শিয়ালদা-সোনারপুর, ক্যানিং-শিয়ালদা এবং লক্ষ্মীকান্তপুর-শিয়ালদা লাইনেও লোকাল বাতিল হয়েছে আজকে।
অন্য গ্যালারিগুলি