আজ, ১৬ জানুয়ারি, সোমবার দেশ জুড়ে ২৯৬টি ট্রেন বাতিল করেছে ভারতীয় রেল। এর মধ্যে বাংলার হাওড়া, শিয়ালদা, কলকাতা স্টেশন, নিউ জলপাইগুড়ি, মালদা, আসানসোল, নলহাটি থেকে ছেড়ে যাওয়া একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল হয়েছে। এছাড়া শিয়ালদা, হাওড়া শাখায় একাধিক লোকাল বাতিল হয়ে গিয়েছে।
5/6কুয়াশার কারণে আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল ২২১৯৮ বীরাঙ্গনা লক্ষ্মীবাই ঝাঁসি-কলকাতা সুপারফাস্ট এক্সপ্রেস। ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল ২২১৯৭ কলকাতা-বীরাঙ্গনা লক্ষ্মীবাই ঝাঁসি সুপারফাস্ট এক্সপ্রেস, ১২৩১৭ কলকাতা-অমৃতসর এক্সপ্রেস এবং নয়াদিল্লি-মালদা টাউন এক্সপ্রেস। ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে ১২৩৬৯ হাওড়া-দেরাদুন সুপারফাস্ট এক্সপ্রেস, ১৫৬২০ কামাখ্যা-গয়া এক্সপ্রেস। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল মালদা টাউন-নয়াদিল্লি এক্সপ্রেস, ১২৩১৮ অমৃতসর-কলকাতা এক্সপ্রেস, ১৫৬১৯ গয়া-কামাখ্যা এক্সপ্রেস এবং ১২৩৫৭ কলকাতা-অমৃতসর এক্সপ্রেস। ২ মার্চ পর্যন্ত বাতিল ১২৩৫৮ অমৃতসর-কলকাতা এক্সপ্রেস। (PTI)
6/6কীভাবে বাতিল ট্রেনের পূর্ণাঙ্গ তালিকা দেখা যাবে? ‘NTES – Indian Rail - National Train Enquiry System’-এর ওয়েবসাইটে গিয়ে 'Exceptional Trains'-তে ক্লিক করুন। তারপর 'Cancelled Trains'-এ ক্লিক করতে হবে। তারপর একটি নয়া পেজ খুলে যাবে। আজ কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে, সেই তালিকা দেখাবে। (PTI)