নন-ইন্টারলকিংয়ের কাজ চলবে দক্ষিণ-পূর্ব রেলের আওতায় থাকা রাধাগাঁও ও টিলকান স্টেশনের মধ্যে। এর জেরে ১৭ নভেম্বর ওই শাখায় একাধিক ট্রেন বাতিল করা হল ‘ট্রাফিক ব্লকে’র কারণে। এদিকে কিছু ট্রেনের যাত্রাপথ কাটছাঁট করা হয়েছে রেল কর্তৃপক্ষের তরফে।
1/4রাধাগাঁও ও টিলকান স্টেশনের মধ্যে নন-ইন্টারলকিংয়ের কাজ চলার কারণে ১৩৩১৯ দুমকা-রাঁচী ইন্টারসিটি এবং ১৩৩২০ রাঁচী-দুমকা ইন্টারসিটি এক্সপ্রেস বাতিল করা হয়েছে ১৭ নভেম্বর। (MINT_PRINT)
2/4এদিকে রাধাগাঁও ও টিলকান স্টেশনের মধ্যে নন-ইন্টারলকিংয়ের কাজ চলার কারণে১২০১৯ হাওড়া-রাঁচী শতাব্দী এক্সপ্রেস এবং ১২০২০ রাঁচী-হাওড়া শতাব্দী এক্সপ্রেস বাতিল করা হয়েছে ১৭ নভেম্বর। (MINT_PRINT)
3/4এছাড়া রাধাগাঁও ও টিলকান স্টেশনের মধ্যে নন-ইন্টারলকিংয়ের কাজ চলার কারণে ১৩৫০৩ বর্ধমান-হাতিয়া মেমু এক্সপ্রেস এবং ১৩৫০৪ হাতিয়া-বর্ধমান মেমু এক্সপ্রেস বাতিল করা হয়েছে ১৭ নভেম্বর। (MINT_PRINT)
4/4এদিকে নন-ইন্টারলকিংয়ের কাজের জেরে ১৪ নভেম্বর ১৩৩১৯ দুমকা-রাঁচী এক্সপ্রেস দুমকার পরিবর্তে বোকারো স্টিল সিটি স্টেশন থেকে ছাড়বে। পরবর্তীতে ১৫ নভেম্বর ওই ট্রেনটি রাঁচীর পরিবর্তে বোকারো স্টিল সিটি থেকে ছাড়বে। (MINT_PRINT)