কম দৃশ্যমানতা এবং কুয়াশার কারণে আজ দেশের উত্তরাঞ্চলে দশটি যাত্রীবাহী ট্রেন দেরিতে চলছে। এদিকে হাওড়াগামী বেশ কয়েকটি ট্রেনও আজ দেরিতে চলছে বা গন্তব্যে পৌঁছেছে আজ।
1/6রেল কর্মকর্তাদের মতে, ট্রেন নং ১২৮০১ পুরী-নয়া দিল্লি পুরুষোত্তম এক্সপ্রেস, ট্রেন নম্বর ১২৩৯১ রাজগীর-নয়া দিল্লি শ্রমজীবী এক্সপ্রেস এবং ট্রেন নম্বর ২২১৮১ জবলপুর-হযরত নিজামুদ্দিন গন্ডোয়ানা এক্সপ্রেস দুই ঘণ্টা দেরিতে চলছে। ট্রেন নং ১৫৬৫৮ কামাখ্যা-দিল্লি ব্রহ্মপুত্র মেল এবং ট্রেন নং ১৪২০৫ অযোধ্যা ক্যান্টনমেন্ট-দিল্লি এক্সপ্রেস আড়াই ঘণ্টা বিলম্বিত হয়েছে। (PTI)
2/6ট্রেন নং ১২৩০৩ হাওড়া-নয়া দিল্লি পূর্বা এক্সপ্রেস এবং ট্রেন নং ১২৬১৫ এমজিআর চেন্নাই সেন্ট্রাল-নয়া দিল্লি গ্র্যান্ড ট্রাঙ্ক এক্সপ্রেস যথাক্রমে ১ ঘন্টা দেরি করছে বলে জানান কর্মকর্তারা। এছাড়া ট্রেন নং ১৩৪৮৩ মালদা টাউন-নয়া দিল্লি ফারাক্কা এক্সপ্রেস দেড় ঘণ্টা দেরিতে চলছে। (PTI)
3/6এদিকে ট্রেন নং ১২১৫৫ রানী কমলাপতি-হযরত নিজামুদ্দিন শান-ই-ভোপাল এক্সপ্রেস এবং ট্রেন নং ১২৪০৯ রায়গড়-হযরত নিজামুদ্দিন গন্ডোয়ানা এক্সপ্রেস যথাক্রমে ১ ঘণ্টা ১৫ মিনিট এবং ৪ ঘণ্টা দেরিতে চলছে। এর আগে রবিবার উত্তরাঞ্চলে কুয়াশার কারণে ১৩টি ট্রেন বিলম্বিত হয়েছিল। (PTI)
4/6আজ ঘন কুয়াশার জেরে অমৃতসর মেল, বিভূতি এক্সপ্রেস, দুন এক্সপ্রেস, হাওড়াগামী ডাউন চম্বল এক্সপ্রেস, হিমগিরি এক্সপ্রেস, কালকা মেল সহ একাধিক দূরপাল্লার ট্রেন নির্ধারিত সময়ের থেকে দেরিতে ঢুকছে স্টেশনে। এদিকে ভোরের দিকে দৃশ্যমান্যতা কম থাকায় ধীরে চলছিল কিছু লোকাল ট্রেনও। (PTI)
5/6কুয়াশার কারণে আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল ২২১৯৮ বীরাঙ্গনা লক্ষ্মীবাই ঝাঁসি-কলকাতা সুপারফাস্ট এক্সপ্রেস। ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল ২২১৯৭ কলকাতা-বীরাঙ্গনা লক্ষ্মীবাই ঝাঁসি সুপারফাস্ট এক্সপ্রেস, ১২৩১৭ কলকাতা-অমৃতসর এক্সপ্রেস এবং নয়াদিল্লি-মালদা টাউন এক্সপ্রেস। (PTI)
6/6২৭ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে ১২৩৬৯ হাওড়া-দেরাদুন সুপারফাস্ট এক্সপ্রেস, ১৫৬২০ কামাখ্যা-গয়া এক্সপ্রেস। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল মালদা টাউন-নয়াদিল্লি এক্সপ্রেস, ১২৩১৮ অমৃতসর-কলকাতা এক্সপ্রেস, ১৫৬১৯ গয়া-কামাখ্যা এক্সপ্রেস এবং ১২৩৫৭ কলকাতা-অমৃতসর এক্সপ্রেস। ২ মার্চ পর্যন্ত বাতিল ১২৩৫৮ অমৃতসর-কলকাতা এক্সপ্রেস। (PTI)