মার্কিন সংসদে হামলা ট্রাম্প সমর্থকদের, নিন্দায় মুখর মোদী সহ বিশ্বনেতারা
Updated: 07 Jan 2021, 09:29 AM ISTলজ্জার ঘটনার সাক্ষী থাকল মার্কিন রাজধানী ওয়াশিংটন ডিসি। একদল ট্রাম্প সমর্থক প্রকাশ্য রাস্তায় দাঙ্গা করল, তারপর পুলিশের চোখে ধুলো দিয়ে মার্কিন সংসদের ভেতর প্রবেশ করে ভাঙচুর করে। এদিনই মার্কিন রাষ্ট্রপতি ভোটে জয়ী ইলেকটরাল কলেজকে সার্টিফিকেট দেওয়া হবে। অর্থাৎ জো বাইডেনের জয় পাবে আনুষ্ঠানিক সিলমোহর। তার প্রতিবাদেই ট্রাম্প সমর্থকদের এই লাগামছাড়া আচরণ যার বিরুদ্ধে সরব হয়েছে ভারত সহ গোটা বিশ্বের রাষ্ট্রনেতারা।
পরবর্তী ফটো গ্যালারি