শুক্রবার দুপুর ১টা পর্যন্ত ইন্ট্রা-ডে ট্রেডিংয়ে প্রায় ৯.৩২% বেড়েছে শেয়ারটি। বিশেষজ্ঞদের মতে, এটি সুলক্ষণ। ফলে আগামী কয়েক দিনের জন্য টাটার এই শেয়ারে নজর রাখা যেতে পারে।
1/6টাটা গ্রুপের অন্যতম জনপ্রিয় শেয়ার TTML। স্টকটি গত কয়েক সেশনে একটু নিম্নমুখী হয়েছিল। বৃহস্পতিবার, এটি আবার তার পুরনো ট্র্যাকে ফিরে এসেছে। ৯.৯৯% আপার সার্কিটে ১২৭.৭৫ টাকায় ক্লোজ হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স এবং পিটিআই) (Reuters & PTI)
2/6গত এক বছরে TTML-এর শেয়ার ৪৮৭% রিটার্ন দিয়েছে। ফাইল ছবি : রয়টার্স (Reuters & PTI)
3/6তবে বাকি সব শেয়ারের মতোই ২০২২-টা ভালো যাচ্ছে না TTML স্টকের। ১১ জানুয়ারী, TTML-এর শেয়ার তার সর্বকালের সর্বোচ্চ ২৯০.১৫ টাকায় ক্লোজ হয়। ফাইল ছবি : রয়টার্স (Reuters & PTI)
5/6বিশেষজ্ঞদের মতে, এটি সুলক্ষণ। ফলে আগামী কয়েক দিনের জন্য টাটার এই শেয়ারে নজর রাখা যেতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (Reuters & PTI)
6/6TTML হল টাটা টেলিসার্ভিসেসের একটি সহযোগী সংস্থা। এটি ভয়েস, ডেটা পরিষেবা দেয়। প্রতিষ্ঠানটির গ্রাহকের তালিকায় অনেক বড় বড় নাম রয়েছে। গত মাসে TTML স্মার্ট ইন্টারনেটভিত্তিক পরিষেবা চালু করেছে। ফাইল ছবি : টাটা (Reuters & PTI)