Share Market News: শেয়ার বাজারে টাটা গ্রুপের শেয়ারে বিনিয়োগ করতে চান অনেকেই। তাতে অনেকে ভালো রিটার্নও পান। তেমনই একটি TATA গ্রুপের শেয়ারে বিনিয়োগ করলে ব্যাপক লাভবান হয়েছেন মানুষ। মাত্র দু'বছরে এক লাখ টাকা পরিণত হয়েছে ৫০ লাখ টাকায়। তাও কিছুটা পড়েছে ওই শেয়ারের দাম। আপনারও কি এই সংস্থায় বিনিয়োগ আছে? দেখে নিন -
1/7দু'বছর আগেও প্রতিটি শেয়ারের দাম ছিল ২.৫০ টাকা। সেখান থেকে টাটা টেলিসার্ভিসেস (মহারাষ্ট্র) বা TTML-র প্রতিটি শেয়ারের দাম বেড়ে ১২৬ টাকায় ঠেকেছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
2/7নয়া বছরে ভালো শুরুর পর গত এক বছরে কিছুটা ধাক্কা খেয়েছে TTML-র শেয়ার। গত এক মাসে প্রতিটি শেয়ারের দাম ১৯৫ টাকা কমে ১২৬ টাকায় ঠেকেছে। অর্থাৎ ৩৫ শতাংশ পতন হয়েছে TTML-র শেয়ারের দাম। নয়া বছরের শুরুতে TTML-র প্রতিটি শেয়ারের দাম ছিল ২১৫ টাকা। ৪৫ শতাংশ পতনের মুখে পড়েছে টাটা গ্রুপের এই সংস্থা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
3/7তবে গত ছয় মাসে অনেকটা উত্থানের সাক্ষী থেকেছে TTML। ৬৭ টাকার স্তর থেকে পৌঁছে গিয়েছে ১২৬ টাকায়। অর্থাৎ ছয় মাসে ৮০ শতাংশ বেড়েছে TTML-র শেয়ারের দাম। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
4/7একইভাবে গত এক বছরে ৮৫০ শতাংশ উত্থানের সাক্ষী থেকেছে TTML-র শেয়ারের দাম। বছরখানেক আগে TTML-র প্রতিটি শেয়ারের দাম ছিল ১২.৭৫ টাকা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
5/7২০২০ সালের ৩০ এপ্রিল ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (এনএসই) TTML-র প্রতিটি শেয়ারের দাম ছিল ২.৫০ টাকা। যা বুধবার (৪ মে, ২০২২) বাজার বন্ধের সময় ১২৬ টাকায় ঠেকেছে। দু'বছরে প্রায় ৫০ গুণ বেড়েছে TTML-র শেয়ারের দাম। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
6/7কেউ যদি এক মাস আগে এক লাখ টাকা বিনিয়োগ করে থাকেন, তাহলে ৬৫,০০০ টাকা রিটার্ন পাবেন। ছ'মাসে এক লাখ বিনিয়োগ করে থাকলে এখন ১.৮ লাখ টাকা ফেরত পাবেন লগ্নিকারীরা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
7/7এক বছর আগে এক লাখ টাকা বিনিয়োগ করে থাকলে তাহলে আজ তা ৯.৫ লাখ টাকায় পরিণত হত। দু'বছর আগে কেউ যদি TTML-এ এক লাখ টাকা দিয়ে থাকেন, তাহলে আজ ৫০ লাখ টাকা ফেরত পাবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)