বাংলা নিউজ > ছবিঘর > Turkey massive earthquake: তুরস্কে ৮৪ বছর পর আরও এক ভয়ঙ্কর ভূমিকম্প! উঠছে 'আন্তোলিয়ান ফল্ট' প্রসঙ্গ

Turkey massive earthquake: তুরস্কে ৮৪ বছর পর আরও এক ভয়ঙ্কর ভূমিকম্প! উঠছে 'আন্তোলিয়ান ফল্ট' প্রসঙ্গ

২০২৩ সালের ৬ ফেব্রুয়ারি যে ভূমিকম্প তুরস্কে হয়েছে তার কম্পনের মাত্র ৭.৮।ঠিক একইভাবে ৮৪ বছর আগে ১৯৩৯ সালে তুরস্কে এক ভয়ানক ভূমিকম্পের কম্পনের মাত্রাও ছিল ৭.৮। ডিসেম্বরের সেই ভূমিকম্প প্রাণ কাড়ে ৩০ হাজার জনের। লন্ডনের ইম্পেরিয়াল কলেজের গবেষক স্টিফেন হিকস এই তথ্য জানিয়েছে টুইট করেছেন।  

অন্য গ্যালারিগুলি