২০২৩ সালের ৬ ফেব্রুয়ারি যে ভূমিকম্প তুরস্কে হয়েছে তার কম্পনের মাত্র ৭.৮।ঠিক একইভাবে ৮৪ বছর আগে ১৯৩৯ সালে তুরস্কে এক ভয়ানক ভূমিকম্পের কম্পনের মাত্রাও ছিল ৭.৮। ডিসেম্বরের সেই ভূমিকম্প প্রাণ কাড়ে ৩০ হাজার জনের। লন্ডনের ইম্পেরিয়াল কলেজের গবেষক স্টিফেন হিকস এই তথ্য জানিয়েছে টুইট করেছেন।
1/5তপরস্ক সিরিয়া সোমবার যে ভয়াবহ ভূমিকম্প দেখেছে, তা দুই দেশের একটা বড় অংশকে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেদেশে ৮৪ বছর বাদে ফের ভূমিকম্প ঘিরে এক ভয়ানক অধ্যায় উঠে আসছে। শেষবার ১৯৩৯ সালে এক ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠেছিল তুরস্ক। (Photo by Mohammed AL-RIFAI / AFP) (AFP)
2/5২০২৩ সালের ৬ ফেব্রুয়ারি যে ভূমিকম্প তুরস্কে হয়েছে তার কম্পনের মাত্র ৭.৮।ঠিক একইভাবে ৮৪ বছর আগে ১৯৩৯ সালে তুরস্কে এক ভয়ানক ভূমিকম্পের কম্পনের মাত্রাও ছিল ৭.৮। ডিসেম্বরের সেই ভূমিকম্প প্রাণ কাড়ে ৩০ হাজার জনের। লন্ডনের ইম্পেরিয়াল কলেজের গবেষক স্টিফেন হিকস এই তথ্য জানিয়েছে টুইট করেছেন। (Photo by AFP) (AFP)
3/5তুরস্ক এমনই একটি দেশ, যা ভূগর্ভস্থ পাতসংস্থানের প্রভাবে প্রভাবিত হয়েছে।বলা হচ্ছে, তুরস্কের অবস্থান তিনটি বড় টেকটোনিক পাতের মধ্যস্থলে। আফ্রিকান, আরাবিয়ান ও ইউরেসিয়ান পাত এক্ষেত্রে আলোচনায় উঠে আসে। আরাবিয়াব, আফ্রিকান পাতের সঙ্গে ইউরেসিয়ান পাতের সংস্থানে ভূমিকম্পের ঘটনা বারবারই উঠে আসে। এক্ষেত্রে আন্তোলিয়ান ফল্ট লাইনের প্রসঙ্গও উঠছে তুরস্কের ভূমিকম্প ঘিরে। উল্লেখ্য, উত্তর আন্টোলিয়ান ফল্ট, দেশকে পশ্চিম থেকে পূর্বে জুড়ে রেখেছে, আপ পূর্ব আন্তোলিয়ান ফল্ট দেশের দক্ষিণ পূর্ব অংশে রয়েছে। প্রসঙ্গত, ৬ ফেব্রুয়ারির ভূমিকম্প তুরস্কের দক্ষিণ পূর্ব অংশে ঘটেছে। (Photo by ILYAS AKENGIN / AFP) (AFP)
4/5পাতসংস্থান সম্পর্কিত এই ফল্টলাইন বরাবর তুরস্কে যে ভূমিকম্পগুলি ঘটেছে, তার প্রথমেই রয়েছে ২০২০ সালের অক্টোবরে তুরস্ক উপকূলের নিকট সামোসে ভূমিকম্প। গ্রিক দ্বীপের কাছে এই ভূমিকম্পের ফলে ২৪ জনের মৃত্যুর খবর আসে। এরপর রয়েছে, একই বছরের জানুয়ারির ভূমিকম্প, যা পূর্ব তুরস্কে হয়। কম্পনের মাত্রা ছিল ৬.৭। (Photo by ILYAS AKENGIN / AFP) (AFP)
5/5এছাড়াও ২০১১ সালে পূর্ব তুরস্কে ১৩৮ জনের প্রাণ কাড়ে ৭.২ কম্পনের মাত্রা নিয়ে আসা ভূমিকম্প। ২০১০ সালের মার্চে ৬.০ কম্পনের মাত্রায় ফের পূর্ব তুরস্কে আসে ভূমিকম্প। মৃত্যু হয় ৫১ জনের। তবে সবচেয়ে ভয়ঙ্কর ছিল ১৯৯৯ সালে পশ্চিম তুরস্কের ইজমিতে ঘটে যাওয়া ভূমিকম্প। যার ফলে ১৭ হাজার মানুষ প্রাণ হারান। (Photo by Abdulaziz KETAZ / AFP) (AFP)