বাংলা নিউজ > ছবিঘর > Turkey Syria earthquake: তুরস্ক, সিরিয়ায় মৃতের সংখ্যা ১০ হাজারের কাছে! ভারতের 'অপারেশন দোস্ত' শুরু যুদ্ধকালীন তৎপরতায়

Turkey Syria earthquake: তুরস্ক, সিরিয়ায় মৃতের সংখ্যা ১০ হাজারের কাছে! ভারতের 'অপারেশন দোস্ত' শুরু যুদ্ধকালীন তৎপরতায়

মঙ্গলবারই বায়ুসেনার সি ১৭ বিমানে রওনা হয়েছেন ভারতের এডিআরএফ সমেত উদ্ধারকাজের এক বিশেষ দল। তাঁদের সঙ্গে গিয়েছে বিভিন্ন সামগ্রী। গিয়েছে ত্রাণ। ভারতের এই উদ্যোগ অপারেশন ‘দোস্ত’ নামে আখ্যা পেয়েছে। ভারতের তরফে তুরস্ক, সিরিয়ার পৌঁছেছে বিশেষ এক্সরে মেশিন, ভেন্টিলেটর, অপারেশন থিয়েটার, গাড়ি, অ্যাম্বুলেন্স, জেনারেটর।