1/6একটা সময় বাংলা টেলিভিশনের অন্যতম চর্চিত জুটি ছিল ওম আর তোড়া। স্টার জলসার ভালোবাসা ডট কম দিয়ে শুরু হয়েছিল এই জুটির জার্নি। আর এখন এক ছেলেকে নিয়ে সুখী গৃহকোণ রাজা-মধুবনীর। (ছবি-ফেসবুক)
2/6স্টার জলসার অন্যতম হিট শো ‘খড়কুটো’র আদুরে জামাই রূপাঞ্জন হিসাবে আপতত ছোটপর্দায় দেখা যাচ্ছে রাজাকে। তবে লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়া থেকে দীর্ঘদিন দূরে ছিলেন মধুবনী। সম্প্রতি কামব্যাক করেছেন তিনিও। তবে নন-ফিকশনে।
3/6এই মুহূর্তে স্টার জলসার নতুন রিয়ালিটি শো ‘ইস্মার্ট জোড়ি’র মঞ্চে দেখা মিলছে এই জুটির। ছেলে কেশবের জন্মের পর ফের ক্যামেরার সামনে মধুবনী। এর মাঝেই আরও একটা সুখবর দিয়েছেন অভিনেত্রী।
4/6সোশ্যাল মিডিয়ায় বেজায় অ্যাক্টিভ স্বামী-স্ত্রী দুজনেই। সম্প্রতি ফেসবুক পোস্টে মধুবনী জানান, নতুন ফ্ল্যাট কিনেছেন তাঁরা। পাশাপাশি ছেলে কেশবের সঙ্গে সেই ফ্ল্যাটের অন্দরের কিছু ছবিও পোস্ট করেছেন এই টেলি অভিনেত্রী।
5/6মধুবনী লেখেন, ‘ভগবানের কৃপায় আমি আর রাজা আবার একটা ফ্ল্যাট কিনলাম… সেইখানকারই কিছু ছবি রইলো সবার জন্য। সবাই আর্শীবাদ করবেন, ভালোবাসা দেবেন, যেমন দিয়ে আসছেন’।
6/6নতুন ফ্ল্যাটে ছেলে কেশবের সঙ্গে খুশির মুডে মধুবনী।