বাংলা নিউজ > ছবিঘর > Twitter Blue Tick Verification: টাকা না দিয়েও অনেকেই ফের 'ভেরিফায়েড', টুইটার কি ফ্রি-তে ফিরিয়ে দিচ্ছে ব্লু টিক?

Twitter Blue Tick Verification: টাকা না দিয়েও অনেকেই ফের 'ভেরিফায়েড', টুইটার কি ফ্রি-তে ফিরিয়ে দিচ্ছে ব্লু টিক?

টুইটারের ব্লু টিক নিয়ে জল্পনা বজায় রয়েছে। সম্প্রতি অনেক সেলিব্রিটির 'ভেরিফায়েড' অ্যাকাউন্ট থেকেই সরানো হয়েছিল ব্লু টিক। অনেকেই আবার তা ফিরে পেয়েছেন। ব্লু টিক ফিরে পাওয়া অনেকে অবশ্য মাসিক ৮ ডলার ফি দেননি। এই আবহে টুইটারের নীতি নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন।