ইতিহাসের এক টুকরো তুলে ধরলেন অংশুমান সিং নামের এক টুইটার ব্যবহারকারী। ১৯৩১ সালের একটি পাসপোর্টের ছবি শেয়ার করলেন তিনি। ব্রিটিশ শাসিত ভারতে তাঁর ঠাকুরদার সেই পাসপোর্ট নজর কেড়েছে সকলের।
1/6ইতিহাস শুধু বইতে পড়লেই কত কিছু জানা যায়। আর তাছাড়া ইতিহাসের সাক্ষী, নিদর্শন কিছু দেখার সুযোগ হলে, তা আরও বেশি আকর্ষণ করে আমাদের। ধরুন ১০০ বছর পূর্বের কোনও ইতিহাসের টুকরো। সেই সময়ে হয় তো যা খুবই সাধারণ ছিল। কিন্তু সময়ের ব্যাপ্তিতেই সেই আপাত সাধারণ জিনিসই ঐতিহাসিক নিদর্শনের স্থান নেয়। ফাইল ছবি: টুইটার (@anshumansingh75/Twitter)
2/6এমনই ইতিহাসের এক টুকরো তুলে ধরলেন অংশুমান সিং নামের এক টুইটার ব্যবহারকারী। ১৯৩১ সালের একটি পাসপোর্টের ছবি শেয়ার করলেন তিনি। ব্রিটিশ শাসিত ভারতে তাঁর ঠাকুরদার সেই পাসপোর্ট নজর কেড়েছে সকলের। ফাইল ছবি: টুইটার (@anshumansingh75/Twitter)
3/6'লাহোরে ১৯৩১ সালে আমার ঠাকুরদার ব্রিটিশ ইন্ডিয়ান পাসপোর্টটি ইস্যু হয়েছিল। সেই সময়ে তিনি সম্ভবত ৩১ বছর বয়সী ছিলেন,' ছবির ক্যাপশনে লিখেছেন তিনি। প্রথম ছবিতে পাসপোর্টের কভার দেখা যাচ্ছে। তাতে লেখা 'ব্রিটিশ ইন্ডিয়ান পাসপোর্ট'। সেই সঙ্গে 'ইন্ডিয়ান এম্পায়ার' লেখা রয়েছে নিচের দিকে। ফাইল ছবি: টুইটার (@anshumansingh75/Twitter)
4/6অপর ছবিতে দেখা যাচ্ছে, পাসপোর্টটি লাহোর থেকে ইস্যু করা হয়েছিল। শুধুমাত্র ২টি দেশে এটি বৈধ ছিল -ভারত এবং কেনিয়া। ফাইল ছবি: টুইটার (@anshumansingh75/Twitter)
5/6পোস্টটি দিন দুই আগে শেয়ার করা হয়েছে। সেই সময় থেকে এতে ১.২ লক্ষেরও বেশি ভিউ হয়েছে। এর পাশাপাশি প্রায় ১,৭০০ লাইক পড়েছে। অনেকেই ইতিহাসের এমন দলিল দেখে শিহরিত হয়েছেন। অনেকে আবার বলছেন, এটি মিউজিয়ামে রাখার মতো জিনিস। ফাইল ছবি: টুইটার (@anshumansingh75/Twitter)
6/6অনেকে আবার পরবর্তী প্রজন্মের এটি যত্ন করে রেখে দেওয়ারও প্রশংসা করেছেন। এক ব্যক্তি তো পরামর্শও দেন যে, এটি কোনও যাদুঘরে বিক্রি করে দিলে ভাল টাকা পাবেন। তার উত্তরে ওই ব্যক্তি জানিয়েছেন, 'কখনও না। আমার ঠাকুরদা আমার কাছে হিরো ছিলেন।' ফাইল ছবি: টুইটার (@anshumansingh75/Twitter)