‘প্রতিজ্ঞার আংটি বদল’ সেরে ফেলেছেন। এবার গোয়ায় বিয়ের পরিকল্পনা করছেন দুই বাঙালি চিকিৎসক কন্যা। যাঁরা নাগপুরে থাকেন।
1/5‘প্রতিজ্ঞার' আংটি বদল ২ বাঙালি চিকিৎসক কন্যার, গোয়ায় করছেন ‘বিয়ের পরিকল্পনা’।
2/5সারাজীবন একে অপরের সঙ্গে থাকবেন। এমনই প্রতিজ্ঞা করে গত সপ্তাহে নাগপুরে ‘প্রতিজ্ঞার আংটি বদল’ অনুষ্ঠান সারলেন দুই বাঙালি মহিলা চিকিৎসক - পারমিতা মুখোপাধ্যায় এবং সুরভি মিত্র। (ছবি সৌজন্যে এএনআই)
3/5সংবাদসংস্থা এএনআইকে পারমিতা বলেন, ‘এই সম্পর্কটাকে আমরা সারাজীবনের প্রতিজ্ঞা বলছি। আমরা গোয়ায় বিয়ের পরিকল্পনা করছি।’ (ছবি সৌজন্যে এএনআই)
4/5পারমিতা আরও বলেন, ‘২০১৩ সাল থেকেই আমার বাবা জানেন যে আমি মহিলাদের প্রতি আকৃষ্ট। সম্প্রতি মা'কে বলার পর চমকে যান। তবে পরে রাজি হয়ে যান মা। কারণ উনি আমায় সুখী দেখতে চান।’ (ছবি সৌজন্যে এএনআই)
5/5সুরভি বলেন, ‘আমি যে মেয়েদের প্রতি আকৃষ্ট, তা নিয়ে পরিবারের তরফে কখনও কোনও আপত্তি তোলা হয়নি। উলটে আমি যখন বাবা এবং মা'কে বলেছিলাম, তখন ওঁরা খুশিই হয়েছিলেন। আমি একজন মনোরোগ বিশেষজ্ঞ। অনেকেই আমায় দ্বৈত জীবনযাপনের কথা বলেন। যাঁরা নিজেদের বিষয়ে মুখ খুলতে পারেন না।’ (ছবি সৌজন্যে এএনআই)