2/6কারাগারের আধিকারিকরা জানিয়েছেন, এখনও পর্যন্ত ১০ জন বন্দী সুশীল কুমারের ক্লাসে যোগ দিয়েছেন। এতদিন সুশীল কারাগার চত্বরে অভ্যাসের বশে ব্যায়াম করতেন। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের(জেএনইউ) প্রাক্তন ছাত্র উমর খালিদের মতো কয়েকজন বন্দী তাঁর সঙ্গে প্রশিক্ষণ নিতেন। ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস (PTI)
3/6এবার থেকে তিনি প্রাতিষ্ঠানিকভাবে কুস্তি ও ফিটনেসের প্রশিক্ষণ দেবেন। ফাইল ছবি : পিটিআই (PTI)
4/6বর্তমানে বন্দীদের সংশোধন করাই প্রধান লক্ষ কারাগার কর্তৃপক্ষের। সেই কারণে সঙ্গীতের ক্লাস, পেইন্টিং স্কুল ইত্যাদি সবই আছে তিহার জেলে। সেই সঙ্গে উত্পাদন ইউনিটে কাজ করানো হয়। এর মধ্যে রয়েছে পাট, মোমবাতি এবং পারফিউম তৈরির কাজ। ফাইল ছবি : পিটিআই (PTI)
5/6একজন কারা আধিকারিক জানান, সুশীলের সঙ্গে আরও কয়েকজন অপেশাদার প্রশিক্ষকদের একটি দল রয়েছে। ফাইল ছবি : পিটিআই (PTI)
6/6বেজিং এবং লন্ডন অলিম্পিকে পদক জয়ী সুশীল কুমার। ছত্রশাল স্টেডিয়ামে ২৩ বছর বয়সী কুস্তিগীর সাগর ধনকদকে হত্যার অভিযোগে অভিযুক্ত তিনি। ফাইল ছবি : পিটিআই (PTI)