বাংলা নিউজ >
ছবিঘর >
Bad smell during period: যৌনাঙ্গে পিরিয়ডের কয়েকদিন এই ধরনের দুর্গন্ধগুলি কীসের ইঙ্গিত দেয়? জানুন কী করণীয়
Bad smell during period: যৌনাঙ্গে পিরিয়ডের কয়েকদিন এই ধরনের দুর্গন্ধগুলি কীসের ইঙ্গিত দেয়? জানুন কী করণীয়
Updated: 28 Jun 2022, 02:56 PM IST
লেখক Sritama Mitra
পিরিয়ডের সময় দুর্গন্ধ থেকে রক্ষা পেতে ভাল করে মূত্...
more
পিরিয়ডের সময় দুর্গন্ধ থেকে রক্ষা পেতে ভাল করে মূত্রাশয়ের আশপাশ ধুয়ে নিতে হবে। বারবার প্যাড বা ট্যাম্পন পরিবর্তন করুন। যে পোশাকে ঘাম হয় ,সেই পোশাক পরা যাবে না। সেক্ষেত্রে অন্তর্বাস বাছাইয়ের ক্ষেত্রে সতর্ক হতে হবে।
1/5পিরিয়ডের কয়েকটা দিন ক্লান্তি লাগার পাশাপাশি মহিলাদের শরীরে নানান সমস্যাও দেখা যায়। এদিকে, পিরিয়ডের সময় মহিলাদের যৌনাঙ্গ বরাবর কিছু ক্ষেত্রে দুর্গন্ধও উঠে আসে। আর তার অস্বস্তিও কম নয়! এই পরিস্থিতিতে জানুন, পিরিয়ডের সময় কী কী ধরনের দুর্গন্ধ উঠে আসতে পারে! আর তা থেকে কী কী বোঝা যায়।
2/5মেটালিক-যদি আয়রনের উপস্থিতি রক্তে বেশি থাকে তাহলে পিরিয়ডের দুর্গন্ধে একটা ধাতব গন্ধ থাকবে। বলছেন বিশেষজ্ঞরা। এটা নিয়ে ভাবনার কিছু নেই। পিরিয়ড শেষ হলেই গন্ধ চলে যায়।
3/5পচা- অনেক সময় পিরিয়ডের জেরে যৌনাঙ্গ বরাবর ব্যাপক পচা গন্ধ বের হয়। এতে ব্যাকটেরিয়াগত সমস্যার ইঙ্গিত থাকে। পিরিয়ডের দিন যত এগোয় গন্ধ ততই বেড়ে যায়। এছাড়াও বহুক্ষণ ধরে প্যাড বা ট্যাম্ন ব্যবহার করলে এই সমস্যা হতে পারে। (ফাইল ছবি)
4/5আঁশটে গন্ধ- পিরিয়ডের সাধারণ গন্ধের চেয়ে অনেকটাই বেশি জোরালো গন্ধ বহন করে এই আঁশটে গন্ধ। এতে ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিসের ইঙ্গিত থাকে। ফলে সংক্রমণ হলে এমনটা হতে পারে বলে মনে করা হয়। তবে এর সঙ্গে যদি মূত্রত্যাগের সময় যন্ত্রণা, আলাদা স্রাব বের হওয়ার মতো সমস্যা হয়, তাহলে সাবধান হতে হবে।
5/5কী কী করণীয়- পিরিয়ডের সময় দুর্গন্ধ থেকে রক্ষা পেতে ভাল করে মূত্রাশয়ের আশপাশ ধুয়ে নিতে হবে। বারবার প্যাড বা ট্যাম্পন পরিবর্তন করুন। যে পোশাকে ঘাম হয় ,সেই পোশাক পরা যাবে না। সেক্ষেত্রে অন্তর্বাস বাছাইয়ের ক্ষেত্রে সতর্ক হতে হবে। ছবি সৌজন্য (HT File Photo)