শনিবার ত্রিনিদাদে উগান্ডার বিরুদ্ধে প্রথমে ব্যাট করে পাঁচ উইকেটে ৪০৫ রান তুলেছে ভারত।
1/8নির্ধারিত ৫০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ৪০৫ রান তুলেছেন হর্নুর সিংরা। যা ৫০ ওভারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রান। (ছবি সৌজন্যে, টুইটার @BCCI)
2/8ভারতীয়দের মধ্যে ৫০ ওভারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের নজির গড়লেন রাজ বাওয়া। শনিবার উগান্ডার বিরুদ্ধে ১০৮ বলে ১৬২ রানে অপরাজিত ইনিংস খেলেন। (ছবি সৌজন্যে, টুইটার @BCCI)
3/8এতদিনে ভারতীয়দের মধ্যে ৫০ ওভারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এক ইনিংসে সর্বোচ্চ রানের মালিক ছিলেন শিখর ধাওয়ান। ২০০৪ সালে স্কটল্যান্ডের বিরুদ্ধে অপরাজিত ১৫৫ রান করেছিলেন। সেই বিশ্বকাপেই শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৪৬ রান করেছিলেন ধাওয়ান। (ছবি সৌজন্যে রয়টার্স)
4/8ভারতীয়দের মধ্যে ৫০ ওভারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার নিরিখেও রেকর্ড তৈরি করেছেন বাওয়া। এক ইনিংসে আটটি ছক্কা হাঁকিয়েছেন তিনি। (ছবি সৌজন্যে, টুইটার @BCCI)
5/8এতদিন ভারতীয়দের মধ্যে ৫০ ওভারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড ছিল উন্মুক্ত চাঁদের দখলে। ২০১২ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ছ'টি ছক্কা হাঁকিয়েছিলেন। (ছবি সৌজন্যে, টুইটার @UnmuktChand9)
6/8শনিবার ত্রিনিদাদে টসে জেতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় উগান্ডা। শুরুটা খুব একটা খারাপ করেননি পাস্কাল মুরুঙ্গিরা। অষ্টম ওভারেই আউট হয়ে যান হর্নুর। ১৬ তম ওভারে আউট হয়ে যান নিশান্ত সিন্ধু। ১৫.১ ওভারে ভারতের স্কোর ছিল দু'উইকেটে ৮৫ রান। (ছবি সৌজন্যে, টুইটার @BCCI)
7/8তারপর ভারতকে এগিয়ে নিয়ে যেতে থাকেন অঙ্গক্রিশ রঘুবংশী এবং রাজ বাওয়া। তৃতীয় উইকেটে দু'জনে ২০৬ রান যোগ করেন। দলগত ২৯১ রানের মাথায় আউট হয়ে যান রঘুবংশী (৩৭.৫ ওভার)। ১৪৪ রান করেন তিনি। (ছবি সৌজন্যে, টুইটার @BCCI)
8/8তারপর আরও হাত খোলেন রাজ। তাঁর সৌজন্যেই ৪০৫ রান তোলে ভারত। (ছবি সৌজন্যে, টুইটার @cricketworldcup)