2/7রাজের দাদু তারলোচন বাওয়া ১৯৪৮ সালের অলিম্পিক্সে সোনাজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন। বাবা সুখবিন্দর হচ্ছেন বিখ্যাত ক্রিকেট কোচ। সেই পরিবারের ছেলে রাজ। (ফাইল ছবি, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)
3/7রাজের জীবনের আদর্শ হলেন তাঁরই দাদু। গত বছরের নভেম্বরে রাজ বলেছিলেন, ‘দাদুই হলেন আমার অনুপ্রেরণা। আর আমি আজ যা হয়েছি, তা বাবার জন্য।’ (ফাইল ছবি, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)
4/7নভেম্বরে রাজ বলেছিলেন, ‘সামনেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আছে। আমি এই মরশুমে ভালোভাবে অনুশীলন করেছি। চণ্ডীগড়ের হয়ে ভিনু মাঁকড় ট্রফিতে নিজের সেরাটা উজাড় করে দিয়েছি। তারপর চ্যালেঞ্জার ট্রফি হয়। ব্যাটে এবং বলে আমার দক্ষতা তুলে ধরার জন্য সঠিক জায়গা পেয়েছিলাম।’ (ফাইল ছবি, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)
5/7শনিবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে নজির গড়েছেন রাজ বাওয়া। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে সেরা বোলিং পারফরম্যান্স করেছেন। ছাপিয়ে গিয়েছেন পাকিস্তানের আনোয়ার আলিকে। (ছবি সৌজন্যে, টুইটার @BCCI)
6/7দ্বিতীয় খেলোয়াড় হিসেবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে পাঁচ উইকেট নিলেন বাওয়া। (ছবি সৌজন্যে, টুইটার @BCCI)
7/7দ্বিতীয় ভারতীয় হিসেবে একই আইসিসি প্রতিযোগিতায় ১৫০ রানের বেশি করা এবং পাঁচের বেশি উইকেট নিলেন বাওয়া। এতদিন সেই নজির ছিল একমাত্র কপিল দেবের। ১৯৮৩ সালের বিশ্বকাপে সেই নজির গড়েছিলেন। (ছবি সৌজন্যে, টুইটার @BCCI)