এবার থেকে ট্রিপ অ্যাকসেপ্ট করার আগে থেকেই যাত্রীর গন্তব্য দেখতে পাবেন অ্যাপ ক্যাব চালকরা। উবারের দাবি, মে মাসে এই পদক্ষেপ একটি পাইলট প্রকল্পের আকারে চালানো হয়। তাতে দেখা যায়, এর ফলে ট্রিপ বাতিলের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে।
1/6ট্রিপ বুকড হল। এদিকে গন্তব্য জানার পর বাতিল করে দিলেন উবার চালক। অনেকেরই এমন অভিজ্ঞতা হয়েছে। সেই অভ্যাস বন্ধ করতেই এবার নয়া পদক্ষেপ উবারের। ফাইল ছবি: রয়টার্স (Reuters)
2/6এবার থেকে ট্রিপ অ্যাকসেপ্ট করার আগে থেকেই যাত্রীর গন্তব্য দেখতে পাবেন অ্যাপ ক্যাব চালকরা। ছবি: উবার (Reuters)
3/6ন্যাশানাল ড্রাইভার অ্যাডভাইসরি কাউন্সিলের সুপারিশ থেকেই এই পদক্ষেপ। উবার এবং ড্রাইভারদের আলোচনার সুবিধার্থে ২০২২ সালের মার্চ মাসে এই কাউন্সিল গঠিত হয়েছিল। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস (Reuters)
4/6'স্বচ্ছতা বাড়াতে এবং চালকদের সমস্যা দূর করতে, ভারত জুড়ে উবার প্ল্যাটফর্মের চালকরা রাইড গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়ার আগে গন্তব্য দেখতে সক্ষম হবেন,' একটি বিবৃতিতে বলেছে উবার। ফাইল ছবি: এপি (Reuters)
5/6উবারের দাবি, মে মাসে এই পদক্ষেপ একটি পাইলট প্রকল্পের আকারে চালানো হয়। তাতে দেখা যায়, এর ফলে ট্রিপ বাতিলের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। ফাইল ছবি: রয়টার্স (Reuters)
6/6তারপরেই সমস্ত শহরে এই সুবিধা চালু করা হচ্ছে। উবার চালক এবং গ্রাহকদের প্রতিক্রিয়া অনুযায়ী এটি আগামিদিনে পরিবর্তনও করা হতে পারে বলে জানিয়েছে উবার। ফাইল ছবি: রয়টার্স (Reuters)