বাংলা নিউজ > ছবিঘর > EURO 2020: এ বছরে ইউরোর মঞ্চে একক পুরস্কার জয়ের সেরা দাবিদার কারা?

EURO 2020: এ বছরে ইউরোর মঞ্চে একক পুরস্কার জয়ের সেরা দাবিদার কারা?

ফুটবল দলগত খেলা। দলগত দক্ষতা হামেশাই ব্যক্তিগত দক্ষতাকে ছাপিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। তবে কিছু ফুটবলার অনেক সময়েই অসামান্য একক দক্ষতায় যে কোনও ম্যাচের রং বদলে দেন। সেই কথা মাথায় রেখে, সব টুর্নামেন্টই একক কৃতিত্বকে কুর্নিশ জানানো হয়। এক নজরে দেখে নিন এ বারের ইউরোয় একক পুরস্কার লাভের সেরা দাবিদারদের।

অন্য গ্যালারিগুলি