ফুটবল দলগত খেলা। দলগত দক্ষতা হামেশাই ব্যক্তিগত দক্ষতাকে ছাপিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। তবে কিছু ফুটবলার অনেক সময়েই অসামান্য একক দক্ষতায় যে কোনও ম্যাচের রং বদলে দেন। সেই কথা মাথায় রেখে, সব টুর্নামেন্টই একক কৃতিত্বকে কুর্নিশ জানানো হয়। এক নজরে দেখে নিন এ বারের ইউরোয় একক পুরস্কার লাভের সেরা দাবিদারদের।
1/4বর্তমান ফুটবলবিশ্বের মতান্তরে সর্বসেরা মিডফিল্ডার কেভিন ডি'ব্রুইন। সদ্য রোনাল্ডোর পরবর্তী প্রখম ফুটবলার হিসাবে পরপর দুইবার পিএফএ (প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েসন)-র বিচারে প্রিমিয়র লিগের সেরা ফুটবলার মনোনীত হয়েছেন। ফিফা র্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের সর্বসেরা দল বেলজিয়ামের খেতাব জয়ের স্বপ্নপূরণে বিশাল দায়িত্ব থাকবে তাঁর কাঁধে। টুর্নামেন্ট সেরা হিসাবে গোল্ডেন বল জেতার প্রবল দাবিদার ডি'ব্রুইন।
2/4রবার্ট লেওয়ানডোস্কি, হ্যারি কেন গোল করতে সমান দক্ষ হলেও জাতীয় দলের হয়ে রোমেলু লুকাকুর গোল করার বিশ্বের সর্বকালে সেরাদের সঙ্গে তুলনীয়। ৯৪ ম্যাচ খেলে ইতিমধ্যেই বেলজিয়াম দলের হয়ে সর্বকালের সর্বোচ্চ ৬১টি গোল করে ফেলেছেন ইন্টার মিলানের স্ট্রাইকার। ইডেন হ্যাজার্ড, কেভিন ডি'ব্রুইনদের মদতে তিনি যে অনায়সেই এ বারের ইউরোর সর্বোচ্চ গোলদাতা হিসাবে গোল্ডেন বুট জিতে নিতে পারেন, সেই বিষয়ে তেমন কোন সন্দেহের অবকাশ নেই।
3/4মজবুত রক্ষণে ভর করেই গতবার ইউরোর শিরোপা নিজের নামে করেছিল পর্তুগাল। সেই দল থেকে ধারে ও ভারে, বর্তমান দল অনেক এগিয়ে। তবে এখনও তারকা ফরোয়ার্ডদের পিছনে রক্ষণই পর্তুগালের স্তম্ভ। নিজেদের শেষ ১০ ম্যাচে ছয়টি ক্লিনশিট রাখতে সক্ষম হয়েছেন পর্তুগীজরা। সাম্প্রতিক ধারা বজায় রেখে এইবারও গোল্ডেন গ্লাভস জেতার সেরা দাবিদার গোলরক্ষক রুই প্যাটরিসিও।
4/4বর্তমানে তাঁর চুলের রং সমস্ত প্রচারের আলো কেড়ে নিলেও বল পায়েও তিনি ততটাই সাবলীল। ইংল্যান্ডের ফিল ফিডেন শুধু সেরা তরুণ নয়, বরং টুর্নামেন্টের সেরা ফুটবলার হওয়ারও যোগ্য দাবিদার। ম্যাঞ্চেস্টার সিটির সদ্য ২১-এ পা দেওয়া এই ফরোয়ার্ডের ওপর সবার নজর থাকবে।