EURO 2020: উইম্বলডন পরাজয়ের হতাশা ভুলে ওয়েম্বলি থেকে ইতালির বাস প্যারেড, সবেতেই সামিল বেরেত্তিনি
Updated: 13 Jul 2021, 03:07 PM ISTরবিবারের দিনটা বিশেষ তাৎপর্যপূর্ণ ছিল ইতালিয়ানদের জন্য। একদিকে দেশের টেনিস তারকার উইম্বলডন জয়ের হাতছানি, তো অপরদিকে ইতালির ফুটবল দলের ইউরো খেতাব জয়ের সুযোগ। বেরেত্তিনি ফুটবলপাগল। তাই নিজের ম্যাচের পরেই ওয়েম্বলিতে পৌঁছে গিয়েছিলেন দলের জয়ের সাক্ষী থাকবেন বলে।
পরবর্তী ফটো গ্যালারি